Advertisement
Advertisement

Breaking News

Online food

বাড়তি পাওয়ার লোভই কাল! অনলাইনে খাবার অর্ডার করে লাখ টাকা খোয়ালেন মহিলা

ব্যাপারটা কী?

Delhi woman loses around Rs 1 lakh after ordering food online | Sangbad Pratidin

প্রতীকী ছবি

Published by: Tiyasha Sarkar
  • Posted:May 29, 2023 3:16 pm
  • Updated:May 29, 2023 3:16 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পছন্দের খাবার অর্ডার করলে অনেক সময়ই জনপ্রিয় ফুড ডেলিভারি অ্য়াপগুলোয় মেলে বড় অংকের ছাড়। কখনও আবার একটা পদের দাম দিলে পাওয়া যায় বেশি কিছু। তবে ফুড ডেলিভারি অ্যাপ নয়, ফেসবুকে রেস্তরাঁর দেওয়া বিজ্ঞাপন দেখে সেই বাড়তি পাওয়ার লোভেই লাখ টাকা খোয়ালেন দিল্লির মহিলা।

ব্যাপারটা কী? মহিলার নাম সবিতা শর্মা। বয়স ৪০ বছর। তিনি একটি ব্যাংকে কর্মরত। জানা গিয়েছে, সম্প্রতি এক আত্মীয় তাঁকে একটি রেস্তরাঁয় ‘একটা কিনলে একটা ফ্রি’ থালির খোঁজ দেন। এ বিষয়ে বিস্তারিত জানতে ফেসবুকে বিষয়টা দেখেন। সেখানেই থাকা রেস্তরাঁর ওয়েবসাইটের লিংকে ক্লিক করেন। সেখানেই একটি ফোন নম্বর দেওয়া ছিল বলে খবর। অফার সম্পর্কে জানতে ওই নম্বরে ফোন করেন সবিতা। প্রথমবারে কোনও রেসপন্স পাননি মহিলা। কিছুক্ষণের মধ্যেই ওই নম্বর থেকে ফোন করা হয়। বলা হয়, সাগর রত্ন নামে ওই রেস্তরাঁর অফার পেতে ডাউনলোড করতে হবে একটি অ্যাপ।

Advertisement

[আরও পড়ুন: পাখির চোখ পঞ্চায়েত ভোট, প্রার্থী বাছাইয়ের আগে বোলপুরে ২১ ব্লক নেতৃত্বের সঙ্গে বৈঠক ফিরহাদের]

এরপরই ফোনের ওপার থেকে সবিতাকে একটি লিংক পাঠানো হয়। সেই ইউজার আইডি ও পাসওয়ার্ডও পাঠানো হয়। বলা হয়, অফার পেতে লগ ইন করতে হবে অ্যাপে। অত্যন্ত বিখ্যাত রেস্তরাঁ হওয়ায় কোনও সন্দেহ হয়নি মহিলা। ফোনে বলা নির্দেশ অনুযায়ী অ্যাপ ডাউনলোড করেন তিনি। আইডি-পাসওয়ার্ড দিতেই প্রথমে সবিতাদেবীর অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে যায় ৪০ হাজার টাকা। কিছুক্ষণের মধ্যে আরও একটি মেসেজ পান মহিলা। দেখেন কেটে নেওয়া হয়েছে আরও ৫০ হাজার টাকা। অভিযোগ, অভিযুক্ত কোনওভাবে মহিলার অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া টাকা তাঁরই ক্রেডিট কার্ডে পাঠান। তারপর সেটা নিজের অ্যাকাউন্টে নেন। এ বিষয়ে ইতিমধ্যেই পুলিশের দ্বারস্থ মহিলা।

Advertisement

[আরও পড়ুন: একলাফে বেতন বাড়ল আড়াই হাজার টাকা, উচ্ছ্বসিত ক্ষুদ্রশিল্পের ১০ হাজার শ্রমিক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ