Advertisement
Advertisement
Donald Trump

আবির্ভাবেই বাজিমাত, প্রথম দিনেই রেকর্ড ডাউনলোড হল ট্রাম্পের নিজস্ব সোশ্যাল মিডিয়া অ্যাপ

তবে কিছু সমস্যাও তৈরি হয়েছে অ্যাপটি ঘিরে।

Donald Trump’s Truth social app becomes most downloaded app on Apple App Store। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:February 22, 2022 3:01 pm
  • Updated:February 22, 2022 4:39 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবির্ভাবেই বাজিমাত। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) নতুন সোশ্যাল মিডিয়া অ্যাপ বাজারে আসতেই গড়ল নয়া নজির। অ্যাপল অ্যাপ স্টোরে সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া অ্যাপ হয়ে গিয়েছে ‘ট্রুথ সোশ্যাল’ (Truth Social)। সোমবারই সকলের জন্য লভ্য হওয়ার পরই দ্রুতগতিতে তা ডাউনলোড করা শুরু করেন নেটিজেনরা। ফলে অচিরেই ব্যাপারটা হয়ে দাঁড়াল ‘এলাম দেখলাম জয় করলাম’।

তবে নজির গড়ার পাশাপাশি প্রথম দিন সমস্যাও তৈরি করেছে নয়া অ্যাপ। প্রযুক্তিগত ত্রুটির কারণে এখানে নাম রেজিস্ট্রেশন করাতে সমস্যা হয়েছে বহু ইউজারের। আবার অনেকে মেসেজও পান ওয়েটলিস্টে থাকার অনুরোধ জানিয়ে। সেখানে তাঁদের জানানো হয়েছে, অত্যধিক চাহিদার কারণেই এই সমস্যা তৈরি হয়েছে।

Advertisement

[আরও পড়ুন: করোনা থেকে মুক্তি মিললেই বলবৎ হবে CAA, ফের জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ]

‘ট্রুথ সোশ্যাল’ যে শিগগিরি আসছে, তা জানা যায় গত ১৫ ফেব্রুয়ারি। ওইদিন ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড জুনিয়র টুইটারে একটি স্ক্রিনশট শেয়ার করেন। সেখানে ওই সোশ্যাল মিডিয়ায় ট্রাম্পের ঘোষণাটি দেখা যাচ্ছে। তাতে লেখা ছিল, ”ব্রেকিং: এটাই ট্রুথ সোশ্যালে ডোনাল্ড ট্রাম্পের প্রথম পোস্ট।” ট্রাম্পের ঘোষণা, তৈরি থাকুন। আপনাদের প্রিয় প্রেসিডেন্টের সঙ্গে শিগগিরি সাক্ষাৎ হবে।” এরপর থেকেই শুরু হয়েছিল জল্পনা। অবশেষে সোমবারই আত্মপ্রকাশ করেছে ‘ট্রুথ সোশ্যাল’।

Advertisement

বিদ্বেষমূলক মন্তব্য এবং হিংসা ছড়ানোর অভিযোগে একাধিক সোশ্যাল মিডিয়া ডোনাল্ড ট্রাম্পকে নিষিদ্ধ করেছিল। বারবার অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি। এরপরই ট্রাম্প সিদ্ধান্ত নেন নিজস্ব সোশ্যাল মিডিয়া এনে ফেসবুক, টুইটারের মতো শীর্ষস্থানীয় সোশ্যাল মিডিয়াকে টক্কর দেওয়ার। ‘ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপ’ নামে এক সংস্থা খুলে ফেলেন তিনি। অক্টোবরে ঘোষণা করেন, শিগগিরি আসছে তাঁর নয়া সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। শেষপর্যন্ত সোমবারই আত্মপ্রকাশ করল ‘ট্রুথ সোশ্যাল’। গড়ল নয়া নজির।

[আরও পড়ুন: মার্কিন মহিলার চোখে আমাজনের জীবন্ত মাছি! বিরল অস্ত্রোপচার দিল্লিতে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ