Advertisement
Advertisement

Breaking News

Facebook

গণতন্ত্রের উৎসবে শামিল ফেসবুকও, এক ক্লিকেই জানা যাবে নির্বাচনী খুঁটিনাটি

ভোটের দিন চোখ খুলে ফেসবুকে ঢুঁ মারলেই যাবতীয় তথ্য ভেসে উঠছে আপনার স্ক্রিনে।

Facebook providing information on Lok Sabha Election 2024
Published by: Sulaya Singha
  • Posted:April 19, 2024 6:30 pm
  • Updated:April 19, 2024 6:30 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আজ, শুক্রবার দেশজুড়ে শুরু ভোট উৎসব। বিশ্বের সর্ববৃহৎ গণতন্ত্রের এই উৎসবে শামিল হবে না ফেসবুক, তাও কি সম্ভব? লোকসভা নির্বাচনের খুঁটিনাটি তথ্য পেতে যাতে ইউজারদের বিশেষ কসরত করতে না হয়, তার জন্য নতুন ফিচার যুক্ত হল এই সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে। ভোটের দিন চোখ খুলে ফেসবুকে (Facebook) ঢুঁ মারলেই যাবতীয় তথ্য ভেসে উঠবে আপনার স্ক্রিনে।

বিষয়টা আরও একটু বিস্তারিত ভাবে ব্যাখ্যা করা যাক। ইতিমধ্যেই আজ যাঁরা ফেসবুকে লগ ইন করেছেন, তাঁরা নিশ্চিতভাবেই এই নতুন তথ্যের সঙ্গে পরিচিত হয়েছেন। ফেসবুক আপনাকে জানাবে যে এই ভোট মরশুমে আপনি আপনার প্রোফাইল ছবিতে ভোটের জ্যাকেট যোগ করার সুযোগ পাবেন। এর পরই থাকবে নির্বাচন সংক্রান্ত তথ্য পাওয়ার একটি অপশন। সেখানে ক্লিক করতেই আপনি পৌঁছে যাবেন জাতীয় নির্বাচন কমিশনের পেজে। যেখানে কোন কোন রাজ্যের কত আসনে ভোট, কবে ফলাফল ইত্যাদি নানা তথ্যের পাশাপাশি দেখে নিতে পারবেন ছবি এবং ভিডিও।

Advertisement

[আরও পড়ুন: ‘মাত্র তিনটে আম খেয়েছেন’, ইডির অভিযোগ ওড়ালেন কেজরির আইনজীবী]

এখানেই শেষ নয়, আপনি নিজের ভোটার আইডির তথ্য দিলে জেনে নিতে পারবেন আপনার কেন্দ্রে কবে নির্বাচন, কোন পোলিং বুথে আপনি ভোট দেবেন, আপনার কেন্দ্রের প্রার্থী কারা ইত্যাদি, নানা দরকারি তথ্য। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, নির্বাচন সংক্রান্ত কোন খবর ভুয়ো এবং কোন তথ্য স্বচ্ছ ও সঠিক, তা জানতে মিথ ভার্সাস রিয়ালিটি নামের একটি সেকশন রয়েছে। ফলে ভোটের খুঁটিনাটি সবটাই জেনে নেওয়া যাবে ফেসবুক থেকেই।

Advertisement

নির্বাচনের প্রতিটি দফায় এই অপশনটি ভেসে উঠবে আপনার ফেসবুক স্ক্রিনে। সেদিন প্রথমবার ফেসবুক খুলেই এই তথ্য পাবেন। এর পর তা আর শো করবে না।

[আরও পড়ুন: ‘দক্ষিণেও মোদি ম্যাজিক, ফলেই দেখতে পাবেন’, মনোনয়ন জমা দিয়ে ‘চারশো পারে’র হুঙ্কার শাহর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ