সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশজুড়ে শুরু হয়ে গিয়েছে উৎসবের মরশুম৷ ইতিমধ্যে গণেশ পুজো চলে গিয়েছে৷ সামনে বাঙালির দুর্গাপুজো এবং অবাঙালিদের নবরাত্রি৷ আর এই উৎসবের সময়ে গ্রাহকদের জন্য সুখবর নিয়ে এল ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট ও আমাজন৷ প্রতি বছরের মতো, এবার গ্রাহকদের আকর্ষণীয় ছাড়ে বাজার করার সুযোগ দিতে চলেছে সংস্থা দুটি৷ শীঘ্রই ফ্লিপকার্টে শুরু হতে চলেছে ‘দি বিগ বিলিয়ন ডে’৷ এবং আমাজনে শুরু হচ্ছে ‘গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল ২০১৯’৷
[ আর পড়ুন: কোন স্মার্টফোনগুলি বেশি তেজস্ক্রিয় রশ্মি বিকিরণ করে? প্রকাশ্যে এল দীর্ঘ তালিকা ]
জানা গিয়েছে, আগামী ২৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত প্রয়োজনীয় সামগ্রী গ্রাহকদের কাছে কম দামে পৌঁছে দিতে চলেছে সংস্থা দুটি৷ সঙ্গে থাকছে আকর্ষণীয় ছাড়ের অফার৷ ফ্লিপকার্ট সূত্রে খবর, ২৯ সেপ্টেম্বর ফ্যাশন ও সাজের সামগ্রী, টিভি, ফার্নিচার, খেলনা, বইপত্র, স্মার্ট ডিভাইস, পার্সোনাল কেয়ারের সামগ্রী-সহ আরও বেশ কয়েকটি বিষয়ের উপর থাকবে লোভনীয় অফার। ৩০ সেপ্টেম্বর থেকে মোবাইল ও ইলেক্ট্রনিক্স সামগ্রীর উপর বিশেষ ছাড় দেওয়া শুরু হবে। এছাড়া যেকোনও গ্যাজেটের বীমা করার সুযোগ যেমন থাকবে, তেমনই ইএমআই-তে টিভি ও অন্যান্য ইলেক্ট্রনিকস সামগ্রীর কিনলে সুদের হারেও বিশেষ ছাড় থাকবে। পাশাপাশি, অ্যাক্সিস ব্যাংকের ডেবিট এবং ক্রেডিট কার্ড এবং আইসিআইসিসি ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহার করা গ্রাহকরা ওই সময় ফ্লিপকার্ট থেকে ওই কার্ডে জিনিস কিনলেই পাবেন ১০ শতাংশ ছাড় পাবেন।
[ আর পড়ুন: কতটা সুস্থ রয়েছে আপনার হৃদযন্ত্র, জানান দেবে এই নয়া অ্যাপ ]
একই ভাবে ‘গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল ২০১৯’-এ কম দামে গ্রাহকদের ভাল জিনিস দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে আমাজন৷ বিশেষ করে স্মার্টফোনে এক্সচেঞ্জ অফার ও নোকস্ট ইএমআই-এর সুবিধা দিতে চলেছে সংস্থাটি৷ এই অফার পর্বেই বাজারে আসতে চলেছে ওয়ানপ্লাস সংস্থার টিভি৷ এই টিভির উপরেও আকর্ষণীয় ছাড়ের ব্যবস্থা করেছে আমাজন কর্তৃপক্ষ৷ জানা গিয়েছে, ‘ফেস্টিভ ক্যাশব্যাক’ অফারে ৯০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাকে পাবেন গ্রাহকরা, ‘গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল ২০১৯’-এ তা ব্যবহার করা যাবে৷ এই অফারের বিষয়ে সংস্থার ভাইস প্রেসিডেন্ট মণীশ টুয়ার্ড বলেন, ‘‘উৎসবের মরশুমে আমাজনের এই অফারের জন্য সারাটা বছর অপেক্ষা করে থাকেন ভারতীয়রা৷’’