Advertisement
Advertisement

Breaking News

জিও-ফাইবার

দুর্দান্ত অফার, দু’মাসের জন্য বিনামূল্যে মিলবে জিও-ফাইবার পরিষেবা

ফাঁস হল সেট-টপ বক্সের লুক।

First look at Reliance Jio Fiber set-top-box, free 2 months offer

ফাইল ফটো

Published by: Sulaya Singha
  • Posted:August 31, 2019 4:54 pm
  • Updated:August 31, 2019 4:54 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী ৫ সেপ্টেম্বরই ভারতের বাজারে আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটবে জিও ফাইবারের। কিন্তু তার আগেই ফাঁস হল এর সেট-টপ বক্সের লুক।

জিওর তৃতীয় প্রতিষ্ঠা দিবসে গ্রাহকদের জন্য আকর্ষণীয় ‘রিলায়েন্স জিও ফাইবার’ পরিষেবা চালুর কথা ঘোষণা করেছিলেন সংস্থার কর্ণধার মুকেশ আম্বানি৷ জানিয়ে ছিলেন, জিও ফাইবারের মাধ্যমে মাত্র ৭০০ টাকার বিনিময়েই ঘরে ঘরে পৌঁছে যাবে কেবল, ফোন এবং ইন্টারনেট পরিষেবা৷ এমনকী সংস্থা দাবি করে, আগামী ১২ মাসের মধ্যেই দেশের প্রত্যেক বাড়িতে পৌঁছে যাবে জিও ফাইবার ব্রডব্র্যান্ড কানেকশন। রেজিস্টার করার পদ্ধতিও জেনে নিয়েছিলেন সকলেই৷ যদিও পরে শোনা গিয়েছিল, পরিষেবা চালুর দিনক্ষণ বদলাতে পারে৷ তবে সংস্থার তরফে সরকারিভাবে দিন পরিবর্তনের কোনও ইঙ্গিত দেওয়া হয়নি৷ অর্থাৎ সব ঠিকঠাক থাকলে নির্ধারিত দিনেই শুরু হবে পরিষেবা৷ আর সপ্তাহখানেক আগেই প্রকাশ্যে এল সেট-টপ বক্সের লুক৷

Advertisement

[আরও পড়ুন: জিমেল অ্যাকাউন্ট থেকেই করতে পারবেন ফোন, জানেন কীভাবে?]

নীল রঙের বক্সটির উপরের প্যানেলে থাকছে একটি জিও স্টিকার৷ এছাড়াও HDMI পোর্ট, ইথারনেট পোর্ট এবং দুটি USB পোর্টও থাকছে এতে৷ এর পাশাপাশি ভয়েস-এনেবেলড রিমোট কন্ট্রোলও দেওয়া হবে৷ অর্থাৎ গলার স্বরেই রিমোট বুঝে যাবে আপনি কী দেখতে চাইছেন৷ রিমোটে বাকি যে বোতামগুলি থাকে, তা তো থাকছেই, সঙ্গে থাকবে একটি সিনেমা বাটন৷ এখানেই শেষ নয়, রিমোটের মাধ্যমে ভিডিও গেম যেমন খেলা যাবে, তেমনই একসঙ্গে একাধিক ভিডিও কলও সামলাবে এটি৷

Advertisement

Jio-Fiber

এতো গেল সেট-টপ বক্সের লুক৷ এবার আসা যাক এর অফারে৷ শোনা যাচ্ছে, ট্রাইয়ের নিয়ম মেনে টাটা স্কাইয়ের মতোই অফার দেবে জিও ফাইবার৷ তবে বার্ষিক সাবস্ক্রিপশন প্ল্যানের ‘ওয়েলকাম অফার’টি নিলে গ্রাহক বিনামূল্যে 4K সেট-টপ বক্স এবং এইচডির সুবিধা পাবেন৷ এছাড়াও বাছাই করা পুরনো জিও গ্রাহকদের প্রথম দু’মাস বিনামূল্যে জিও ফাইবার পরিষেবা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে সংস্থা৷

[আরও পড়ুন: আমাজন থেকে পোশাক কিনে ১১ হাজার টাকা খোয়ালেন নিমতার দম্পতি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ