Advertisement
Advertisement

দ্রুত ব্যাংক ঋণ চান? ভারতীয়দের সাহায্যে হাজির গুগল

ব্যাপারটা কী?

Google partners with Indian banks to provide online loans

ব্যাপারটা কী?

Published by: Kumaresh Halder
  • Posted:August 30, 2018 1:14 pm
  • Updated:August 30, 2018 1:14 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় নাগরিকদের ব্যাংক থেকে দ্রুত ঋণ পেতে সাহায্য করবে গুগল। আমানতকারীর সংখ্যা বাড়ানোর জন্যও গুগলের সহায়তা পাবে ভারতীয় ব্যাংকগুলি৷

দিল্লিতে গুগলের একটি বার্ষিক অনুষ্ঠানে সংস্থার ‘নেক্সট বিলিয়ন ইউজার ইনিশিয়েটিভ’-এর ভাইস প্রেসিডেন্ট সিজার সেনগুপ্ত এ কথা জানিয়েছেন। তিনি বলেছেন, ‘‘এ ব্যাপারে ইতিমধ্যেই গুগল ভারতে ব্যবসা করা চারটি ব্যাংক- ফেডেরাল ব্যাংক, এইচডিএফসি ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক ও কোটাক মাহিন্দ্রা ব্যাংকের সঙ্গে অংশীদারিত্বে পৌঁছেছি। আরও বেশি সংখ্যায় ভারতীয় ব্যাংককে আমরা ওই সহায়তা দিতে চাইছি।’’

Advertisement

[জেলে নয়, বাম বুদ্ধিজীবীদের বাড়িতেই নজরবন্দি রাখার নির্দেশ সুপ্রিম কোর্টের]

গুগলের লক্ষ্য, ভারতে যে লক্ষ লক্ষ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন, তাঁদের সকলকেই ব্যাংকের ডিজিটাল লেনদেন ব্যবস্থার আওতায় এনে ফেলা। এর ফলে ব্যাংক ঋণ অনেক সহজে ও দ্রুত পেতে পারবেন আমানতকারীরা। কত দ্রুত? গুগলের দাবি, আবেদন করার পরের মুহূর্তেই।

সিজারের কথায়, ‘‘ভারতের মতো দেশে যেখানে মোবাইল ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে খুব দ্রুত, সেখানে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা অত্যন্ত কার্যকরী হতে চলেছে।’’ ব্যাংকিং ব্যবস্থায় অর্থ লেনদেনকে সহজতর করতে গত বছর একটি পেমেন্ট অ্যাপ চালু করেছিল গুগল। তার নাম-‘তেজ’। ‘তেজ’ মানে দ্রুত গতি। ভারতে ইতিমধ্যেই চালু সরকারি মদতপুষ্ট পেমেন্ট অ্যাপ ‘ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস’ (ইউপিআই)-এর সঙ্গে সমন্বয় বজায় রেখে গুগলের অ্যাপ ‘তেজ’-এ দেশে ব্যাংকিং ব্যবস্থায় জনপ্রিয়ও হয়েছে।

[মায়ের পারলৌকিক ক্রিয়ার জন্য অসমের ডিটেনশন ক্যাম্প থেকে মুক্ত ‘বিদেশি’ দম্পতি]

সমীক্ষক সংস্থা ‘ক্রেডিট সুইস’ জানিয়েছে, দক্ষিণ এশিয়ায় ব্যাংকের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় গুগলের এই অনুপ্রবেশ আগামী পাঁচ বছরে আরও পাঁচ গুণ বাড়বে। মঙ্গলবার ওই অ্যাপের নতুন নাম হয়েছে ‘গুগল পে’। সিজার জানিয়েছেন, শুধু ভারতীয় ব্যাংকগুলিই নয়, এ ব্যাপারে ভারতের পেমেন্ট সংস্থাগুলির সঙ্গেও অংশীদারিত্বে যেতে রাজি আছে গুগল৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement