১৫ আশ্বিন  ১৪৩০  মঙ্গলবার ৩ অক্টোবর ২০২৩ 

READ IN APP

Advertisement

১০টা আইফোন চুরি, অর্ডার পৌঁছে দেওয়ার আগে ভুয়ো ফোন বাক্সে ভরে দিলেন ডেলিভারি বয়!

Published by: Sulaya Singha |    Posted: April 28, 2023 2:37 pm|    Updated: April 28, 2023 2:37 pm

Gurugram: Delivery man steals 10 iPhones, replaces them with fake phones | Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোম্পানির তরফে সঠিক জিনিসটি এনে ক্রেতার হাতে তুলে দেবেন ডেলিভারি বয়। এমন আশা নিয়েই অপেক্ষায় থাকেন ক্রেতারা। আর যদি অনলাইনে আইফোন অর্ডার করে থাকেন, তাহলে তো অধীর আগ্রহে প্রতীক্ষা করেন। কিন্তু ক্রেতাকে ধোকা দিয়ে ডেলিভারির আগেই একগুচ্ছ আইফোন হাতিয়ে নিলেন খোদ ডেলিভারি বয়! হ্যাঁ, এমন চমকে দেওয়ার মতো ঘটনা ঘটেছে গুরুগ্রামে।

সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, গুরুগ্রামের এক ই-কমার্স সাইটের ডেলিভারি বয় ১০টি আইফোন চুরি করেছেন বলে অভিযোগ। ক্রেতার কাছে আইফোনটি পৌঁছে দেওয়ার ঠিক আগে আইফোন বের করে তার পরিবর্তে অন্য ভুয়ো ফোন ভরে দেন ওই ডেলিভারি বয়। সম্প্রতি রবি নামের এক ব্যক্তি বিষয়টি ধরতে পেরে থানায় অভিযোগ জানান।

[আরও পড়ুন: শুধু অভিষেককে জেরার মামলা সরেছে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের হাত থেকে: বিকাশ ভট্টাচার্য]

গত ২৭ মার্চ তিনি তাঁর অভিযোগে পুলিশকে বলেন, ললিত নামের ওই ডেলিভারি বয় ১০টি আইফোন এবং একটি এয়ারপড ডেলিভারি করতে যাচ্ছিলেন এক ক্রেতার কাছে। কিন্তু সরাসরি ক্রেতার হাতে সেই পার্সেল প্যাকটি তুলে না দিয়ে তা অন্য পার্সেল দিয়ে বদলে দেন। হুবহু আইফোনের মতো দেখতে ফোনই পার্সেলে ভরে দিয়েছিলেন তিনি। এরপর সেই পার্সেল ক্রেতাকে না দিয়ে কোম্পানিকে ফিরিয়ে দেন ললিত। জানান, কোনও কারণে ক্রেতা পার্সেলটি নিতে পারেননি। কিন্তু ওই ক্রেতা পরে সংস্থার সঙ্গে যোগাযোগ করতেই সন্দেহ হয় সংস্থার। পার্সেলটি খুলে তাঁরা দেখতে পান বাক্স ভরতি নকল আইফোনে!

ঘটনার পর থেকে পলাতক ওই ডেলিভারি বয়। তাঁর খোঁজ চালাচ্ছে পুলিশ। অভিযুক্তর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা হয়েছে। কোম্পানি জানাচ্ছে, ১০টি আইফোনের অর্থ এক কোটিরও বেশি টাকা হাতিয়েছেন ওই ডেলিভারি বয়।

[আরও পড়ুন: আগামী মাসের গোড়াতেই শুরু নিউ গড়িয়া-রুবি মেট্রো! তৈরি ভাড়ার তালিকা]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে