Advertisement
Advertisement
Instagram

এবার ইনস্টাগ্রামে জুড়তে চলেছে কৃত্তিম বুদ্ধিমত্তা! কী সুবিধা পাবেন ইউজাররা?

বাকিদের টেক্কা দিতে নয়া ভাবনা মেটার।

Instagram users May use AI Chatbots | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:June 7, 2023 3:45 pm
  • Updated:June 7, 2023 3:45 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার ইনস্টাগ্রামেও দেখা যাবে কৃত্তিম বুদ্ধিমত্তার কেরামতি। সব ঠিকঠাক চললে শীঘ্রই চ্যাটবট ফিচার যুক্ত হতে চলেছে এই সোশ্যাল মিডিয়ায় প্ল্যাটফর্মে।

ব্যাপারটা কী? আর একটু খোলসে করে বলা যাক। আর্টিফিশিয়াল ইনটেলিজেন্সকে (AI) কাজে লাগিয়ে নয়া চ্যাটবট শুরু করতে পারে ইনস্টাগ্রাম। অর্থাৎ আপনার যে কোনও প্রশ্নের উত্তর দেবে এআই। ইউজারদের নানাপ্রকার সুপারিশও করবে বট। কমপোজ করে দেবে আপনার মেসেজেও। আসলে চ্যাটবট নিয়ে বাজারে প্রতিযোগিতা ক্রমেই বাড়ছে। ইতিমধ্যেই ChatGPT এনে চমকে দিয়েছে ওপেন এয়ার। অল্পদিনের মধ্যেই তুমুল জনপ্রিয়তা পেয়েছে এই বট। তাদের টেক্কা দিতেই এবার এই নয়া উদ্যোগ মেটার বলে শোনা যাচ্ছে।

Advertisement

[আরও পড়ুন: দাম্পত্য কলহের জের! দেড়বছরের ছেলেকে জলে ডুবিয়ে ‘খুন’ বাবার, চাঞ্চল্য নন্দকুমারে]

নিজেদের ইচ্ছামতো চ্যাটবটের ‘চরিত্র’ বেছে নিতে পারবেন ইউজাররা। ডেভেলপার পালুজি একটি স্ক্রিনশট প্রকাশ্যে এনেছেন। সেখানেই একটি পপআপ কার্ড দেখা যাচ্ছে, যাতে স্পষ্ট যে চ্য়াটবট ফিচারটি নিয়ে কাজ শুরু করে দিয়েছে ইনস্টাগ্রাম। মোট ৩০টি এআই চরিত্রের সঙ্গে কথোপকথন চালাতে পারবেন ইউজাররা। উপরি পাওনা হল, আপনার মেসেজও কমপোজ করে দিতে পারবে এটি। অর্থাৎ প্রযুক্তির উন্নতির সবরকম সুবিধা ইউজাররা পেয়ে যাবেন।

Advertisement

কিন্তু কবে থেকে চালু হবে এই ফিচার? এ নিয়ে ইনস্টাগ্রাম কিংবা মেটার তরফে এখনও পর্যন্ত সরকারি ভাবে কিছু জানানো হয়নি। আইওএস এবং অ্যান্ড্রয়েড- উভয় ইউজাররাই এই সুবিধা পাবেন কি না, তাও স্পষ্ট করা হয়নি। তবে এই ফিচার যে ইনস্টাগ্রাম ইউজারদের কাছে দারুণ কার্যকরী হবে, তা বলাই বাহুল্য।

[আরও পড়ুন: দু’নম্বর হয়েও ২০১৭ সালে গোয়া জেতান ব্রিজভূষণ, কৃতজ্ঞতার দায়েই কি নিষ্পৃহ বিজেপি?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ