BREAKING NEWS

১১ আশ্বিন  ১৪৩০  শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ 

READ IN APP

Advertisement

এবার সহজেই অ্যান্ড্রয়েড থেকে WhatsApp চ্যাট ট্রান্সফার করুন আইফোনে, জেনে নিন পদ্ধতি

Published by: Tiyasha Sarkar |    Posted: June 15, 2022 4:12 pm|    Updated: June 15, 2022 4:12 pm

Know how to transfer WhatsApp chats from Android to iPhone | Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীরা আইফোন কিনলে বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হয়। তার মধ্যে একট হল, হারিয়ে যায় হোয়াটসঅ্যাপের (WhatsApp) সমস্ত চ্যাট। এতদিন তা ফিরে পাওয়া কার্যত অসম্ভব ছিল। কিছু এবার সহজেই অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা আইফোনেও ট্রান্সফার করে নিতে পারবেন চ্যাট!

শুধু বন্ধুদের সঙ্গে কথা বলা বা আড্ডার জন্যই যে হোয়াটসঅ্যাপ ব্যবহার হয়, একেবারেই তেমনটা নয়। বর্তমান সময়ে দাঁড়িয়ে অফিস থেকে পড়াশোনা, প্রায় সবক্ষেত্রেই ব্যবহার করা হয় হোয়াটসঅ্যাপ। ফলে চ্যাট সংরক্ষণ অত্যন্ত জরুরি। অ্যান্ড্রয়েড ফোন বদলে অ্যান্ড্রয়েড কিনলে বা আইফোন পালটে ফের আইফোন নিলে সমস্যা হয় না। কিন্তু অ্যান্ড্রয়েড বদলে যদি কেউ আইফোন কেনেন, সেক্ষেত্রে হারিয়ে যায় পুরনো সমস্ত চ্যাট। যা অত্যন্ত সমস্যার। সেই কারণেই ফোন পালটানোর আগে হাজারবার ভাবনাচিন্তা করেন। তবে সেই সমস্যা এবার সমাধানের পথে।

[আরও পড়ুন: আলবিদা…, ২৭ বছর পর চলতি মাসেই অবসর নিতে চলেছে ইন্টারনেট এক্সপ্লোরার]

কীভাবে অ্যান্ড্রয়েড থেকে হোয়াটসঅ্যাপ চ্যাট ট্রান্সফার করবেন আইফোন?

প্রথমে অ্যান্ড্রয়েড ফোনে ডাউনলোড করুন, “Move to iOS” অ্যাপটি। চ্যাট ট্রান্সফারের আগে মাথায় রাখতে হবে আপনার আইফোনের সফটওয়ার যেন 15.5 হয়। অ্যান্ড্রয়েড ফোনটির সফটওয়্যার ভার্সন কমপক্ষে হতে হবে 5.0। আইফোনে হোয়াটসঅ্যাপ ভার্সন হতে হবে 2.22.10.70। অ্যান্ড্রয়েডে র ভার্সন হতে হবে 2.22.7.78 বা তার পরবর্তী। দুটি ডিভাইসই একটি ওয়াইফাই নেটওয়ার্কে কানেক্টেড হতে হবে।

এবার নিম্নের ধাপ গুলি অনুসরণ করতে হবে:

  • অ্যান্ড্রয়েড ফোনে “Move to iOS” অ্যাপটি খুলুন। স্ক্রিনে যা আসবে তা ফলো করুন।
  • একটি কোড দেখা যাবে আইফোনে। সেই কোডটি দিতে হবে অ্যান্ড্রয়েড ফোনে।
  • বেছে নিতে হবে ‘কনটিনিউ’ অপশন।
  • এরপর স্ক্রিনে বেছে নিন হোয়াটসঅ্যাপ অপশনটি।
  • এরপর সিলেক্ট করুন স্টার্ট করুন। অপেক্ষা করুন ডেটা এক্সপোর্ট হওয়ার। এরপর আপনি সাইন আউট হয়ে যাবেন অ্যাপটি থেকে।
  • বেছে নিন পরবর্তী অপশন। ফের সিলেক্ট করুন ‘কনটিনিউ।’ অপেক্ষা করুন ডেটা ট্রান্সফারের জন্য।
  • এরপর আইফোনে ডাউনলোড করুন হোয়াটসঅ্যাপ।
  • হোয়াটসঅ্যাপটি খুলে যে নম্বরটি দিয়ে অ্যান্ড্রয়েড ফোনে অ্যাপটি ব্যবহার করতেন, সেই নম্বর দিয়ে লগ ইন করুন। এরপরই দেখতে পাবেন, আইফোনে চলে এসেছে সমস্ত পুরনো চ্যাট।

[আরও পড়ুন: ডিজনি হটস্টারে আর দেখা যাবে না আইপিএল, ২ কোটি সাবস্ক্রাইবার হারানোর পথে সংস্থা!]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে