Advertisement
Advertisement
Meta

ফেসবুক-ইনস্টাগ্রামে অযথা বিজ্ঞাপন দেখে নাজেহাল, মুশকিল আসান করছে Meta

আর ভারচুয়াল ওয়াল ঢাকবে না বিজ্ঞাপনে!

Meta proposes monthly fee for using Instagram and Facebook without ads | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:October 4, 2023 1:54 pm
  • Updated:October 4, 2023 1:54 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম খুললেই ভারচুয়াল দেওয়ালে ফুটে ওঠে নানা ধরনের বিজ্ঞাপন। ইউজারদের পছন্দ এবং সার্চের ভিত্তিতেই ভেসে ওঠে সেসব বিজ্ঞাপন। কিন্তু এই বিজ্ঞাপনের ভিড় অনেকেই পছন্দ করেন না। পরিবার, বন্ধুমহলের আপডেট পাওয়ার মাঝে কিংবা কোনও ওয়েবসাইটের খবর পড়ার মাঝে অযথা বিজ্ঞাপনে বিরক্ত হন অনেকেই। এবার সেই মুশকিলও আসান করবে মেটা।

কীভাবে বিজ্ঞাপন ছাড়াই এই সোশাল প্ল্যাটফর্ম ব্যবহার করা সম্ভব? জানা গিয়েছে, ইউরোপের ইউজারদের জন্য একটি মাসিক প্ল্যান চালু করা হচ্ছে। তাতে রিচার্জ করলেই আর ভারচুয়াল ওয়ালের মুখ ঢাকবে না বিজ্ঞাপনে। খরচ কত? ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্ট অনুযায়ী, ভারতীয় মুদ্রায় আনুমানিক ১১৬৫ টাকা খরচ করতে হবে। যদিও এশিয়ার বাজারে এমন কোনও প্ল্যান চালু হয়নি বলেই খবর। তবে শোনা যাচ্ছে, ইউজারদের তথ্যের নিরাপত্তার কথা মাথায় রেখে ভারতীয় সরকারও এই একই পথে হাঁটতে পারে।

Advertisement

[আরও পড়ুন: স্বাস্থ্যসাথী কার্ড ছাড়াও বাড়তি টাকা দাবি, দিতে না পারায় মাঝপথে অস্ত্রোপচার থামালেন চিকিৎসক!]

ইউরোপিয়ান ইউনিয়নের নয়া ডিজিটাল মার্কেট আইন চালু হওয়ার পরই মেটা এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গিয়েছে। এই আইনের আওতায় টেক জায়ান্টগুলোর উপর নাকি নজরদারি চালাচ্ছে সরকার। পাশাপাশি ইউজারদের অনলাইন অধিকারের উপরও বিশেষ জোর দেওয়া হচ্ছে। আর এই কারণেই ফেসবুক-ইনস্টাগ্রামের ইউজাররা যাতে ইচ্ছা মতো এই প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারেন, তাকেই বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে।

Advertisement

জানা গিয়েছে, ডেস্কটপ থেকে মেটার অন্তর্ভুক্ত এই দুই প্ল্যাটফর্ম ব্যবহারের জন্য প্রতি মাসে খরচ করতে হবে ১০.৪৬ ডলার। গুগল অ্যাপ স্টোর এবং অ্যাপেল স্টোরেই পেমেন্ট সংক্রান্ত অ্যাপটি পাওয়া যাবে।

[আরও পড়ুন: বিহারের পর ওড়িশা, জাতিগত জনগণনার ফল প্রকাশ করতে চায় নবীন পট্টনায়েক সরকার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ