Advertisement
Advertisement

Breaking News

2G মুক্ত ভারত গড়ার ঘোষণা আম্বানির, google-এর সঙ্গে হাত মিলিয়ে সস্তায় ফোন আনছে রিলায়েন্স

কী বিশেষত্ব থাকবে এই স্মার্টফোনে?

Mukesh Ambani announces JioPhone Next on thursday | Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Tiyasha Sarkar
  • Posted:June 24, 2021 5:24 pm
  • Updated:June 24, 2021 9:43 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর মাত্র কিছুদিনের অপেক্ষা। ভারতে আসতে চলেছে JioPhone Next,  জানালেন মুকেশ অম্বানি। বললেন, ২জি মুক্ত ও ৫ যুক্ত ভারতের কথাও। দাম অনুযায়ী এই ফোনে যা বিশেষত্ব থাকছে, তা ব্যবহারকারীদের চমকে দেবে বলেই দাবি রিলায়েন্সের চেয়ারম্যানের। 

৪৪ তম AGM-থেকে এদিন মুকেশ অম্বানি (Mukesh Ambani) জানিয়েছেন, এই স্মার্টফোনে থাকবে কাস্টম অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম। JioPhone Next এর জন্য বিশেষভাবে এই অপারেটিং সিস্টেম তৈরি করছে Google। এই ফোনে প্লে স্টোর ছাড়াও থাকবে ট্রান্সলেশন, ভয়েস অ্যাসিস্ট্যান্ট, Read-aloud স্ক্রিন শটের সুবিধা। ক্যামেরাতেও থাকবে বিশেষত্ব।

Advertisement

[আরও পড়ুন: Jio-কে টেক্কা দিতে এবার আকর্ষণীয় প্রি পেড প্ল্যান ঘোষণা করল Vi, জেনে নিন খুঁটিনাটি]

কেন এই ফোন তৈরির সিদ্ধান্ত? রিল্যায়েন্সের চেয়ারম্যান অম্বানির কথায়, ভারতে এখনও প্রায় ৩০০ মিলিয়ন মানুষ ২ জি পরিষেবা ব্যবহার করে থাকেন। কারণ, ৪জি ব্যাবহারের জন্য যে দামের স্মার্টফোন প্রয়োজন, তা কেনার সামর্থ্য তাঁদের নেই । সেই কারণেই Google -এর সঙ্গে হাত মিলিয়ে দেশবাসীর জন্য বিশেষ উপহার আনছে Jio। এই ফোনই ২জি মুক্ত ভারত তৈরি করবে বলেই আশাবাদী অম্বানি। আগামী সেপ্টেম্বরেই বাজারে মিলতে পারে এই ফোন।

Advertisement

 

[আরও পড়ুন: সফটওয়্যারই চিনিয়ে দেবে মরণাপন্ন করোনা রোগীকে, অভিনব উদ্ভাবন IIT পড়ুয়াদের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ