Advertisement
Advertisement
Reliance Jio

জিওর এই প্ল্যানে রিচার্জ করলেই বিনামূল্যে মিলবে Netflix সাবস্ক্রিপশন, জানুন খুঁটিনাটি

প্রথমবার এই OTT প্ল্যাটফর্মের সঙ্গে গাঁটছড়া বাঁধল মুকেশ আম্বানির সংস্থা।

Reliance Jio Launched Prepaid Mobile Plans With Netflix Subscription | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:August 19, 2023 1:31 pm
  • Updated:August 19, 2023 1:31 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি কি নেটফ্লিক্স ইউজার? জনপ্রিয় এই প্ল্যাটফর্মের শো দেখতে ভালবাসেন? তাহলে আর গ্যাঁটের কড়ি খরচ করে এই OTT প্ল্যাটফর্মটি আলাদা ভাবে সাবস্ক্রাইব করার প্রয়োজন নেই। মোবাইল ডেটা রিচার্জ করলে বিনামূল্যেই মিলবে সাবস্ক্রিপশন।

শুক্রবারই দুটি নতুন প্রিপেড প্ল্যান বাজারে এনেছে রিলায়েন্স জিও (Reliance Jio)। যার সঙ্গে বিনামূল্যে যাবে নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন। প্রথমবার এই OTT প্ল্যাটফর্মের সঙ্গে গাঁটছড়া বাঁধল মুকেশ আম্বানির সংস্থা। জিওর তরফে বলা হয়েছে, “আমরা আমাদের ইউজারকে বিশ্বমানের পরিষেবা দিতে চাই। আমাদের নতুন প্ল্যানের সঙ্গে নেটফ্লিক্সকে (Netflix) জুড়ে দেওয়াও তারই অন্যতম উদাহরণ। আমাদের দেখেই বাকিরা অনুপ্রাণিত হবে।”

Advertisement

[আরও পড়ুন: দেশে জন ধন অ্যাকাউন্ট পেরিয়েছে ৫০ কোটি, ‘গুরুত্বপূর্ণ মাইলফলক’, উচ্ছ্বসিত মোদি]

চলুন জেনে নেওয়া যাক কোন কোন প্ল্যানে রিচার্জ করলে নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন পাওয়া যাবে? কোম্পানি জানিয়েছে, ১০৯৯ এবং ১৪৯৯ প্ল্যান দুটির সঙ্গে নেটফ্লিক্স সাবস্ক্রিপশন মিলবে বিনামূল্যে। দুটি প্ল্যানেরই মেয়াদ ৮৪ দিন। ১০৯৯ টাকার প্ল্যানে থাকছে আনমিলিটেড ৫জি ডেটা অথবা দিনপিছু ২জিবি ডেটা। সেই সঙ্গে আনলিমিটেড ভয়েস কল। ১৪৯৯ টাকার প্ল্যানটিতে আবার প্রতিদিন ৩জিবি করে ৪জি ডেটা পাবেন। সঙ্গে আনলিমিডেট ভয়েস কল। পাশাপাশি মোবাইল অথবা টিভিতে দেখা যাবে নেটফ্লিক্স।

Advertisement

উল্লেখ্য, জিও পোস্ট পেড প্ল্যান এবং জিও ফাইবার প্ল্যানের সঙ্গে ইতিমধ্যেই নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন পাওয়া যায়। যার সৌজন্যে ৪০০ মিলিয়ন পোস্ট পেড ইউজার নিখরচায় জনপ্রিয় এই ওয়েব প্ল্যাটফর্মের প্রোগ্রাম দেখার সুযোগ পান। এবার প্রি-পেড ইউজারদের মুখে হাসি ফোটানোর দায়িত্ব নিল রিলায়েন্স জিও।

[আরও পড়ুন: বাংলাদেশি নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ, বনগাঁ সীমান্তে ধৃত দালাল-সহ ৪ ভারতীয় যুবক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ