সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বদলির চাকরি? অথবা অন্য কারণে বদলাতে হয়েছে ঠিকানা? স্বাভাবিক ভাবেই এসব ক্ষেত্রে আধার কার্ডে (Aadhaar Card) ঠিকানা বদলাতে হয়। এখন এই কাজটি সহজেই করা যাবে বাড়ি বসে, অনলাইনে। এবং নতুন ঠিকানার কোনও প্রমাণপত্র জমাও দিতে হবে না। এতদিন পর্যন্ত কিন্তু নয়া ঠিকানার প্রমাণপত্র আপলোড না করলে আপডেট করা যেত না। এখন নিয়ম আরও সহজ।
নয়া নিয়ম কীরকম? আসুন জেনে নেওয়া যাক।
UIDAI জানিয়েছে, এক্ষেত্রে কেবল লাগবে পরিবারের প্রধানের অনুমতি। অর্থাৎ সন্তান, স্ত্রী, মা-বাবার ঠিকানা পালটাতে হলে কেবল পরিবারের প্রধানের সঙ্গে তাঁদের সম্পর্কের প্রমাণপত্রটি আপলোড করতে হবে। যথা-রেশন কার্ড, মার্কশিট, বিয়ের শংসাপত্র, পাসপোর্ট ইত্যাদি। তবে এই ধরনের নথি ছাড়াও কাজটি করা সম্ভব। সেক্ষেত্রে পরিবারের প্রধানের কাছ থেকে স্ব-ঘোষণার প্রয়োজন।
জেনে নিন ধাপে ধাপে-
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.