BREAKING NEWS

১৩ জ্যৈষ্ঠ  ১৪৩০  রবিবার ২৮ মে ২০২৩ 

READ IN APP

Advertisement

সরকারের চোখে ধুলো দিয়ে ভারতে ফিরল প্রসিদ্ধ দুটি পর্নসাইট

Published by: Tanujit Das |    Posted: October 6, 2019 7:30 pm|    Updated: October 6, 2019 7:30 pm

Two popular website come back to India after changing domain name

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সমাজের উপর কুপ্রভাব ফেলার অভিযোগে গত বছরই কয়েকশো পর্নসাইট বন্ধ করে ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রক৷ টেলিকম পরিষেবা প্রদানকারী সংস্থাগুলিকে চিঠি দিয়ে এই বন্ধের নির্দেশ দেওয়া হয়৷ তবে একাশের মতে, শত চেষ্টার পরেও পর্নসাইট বন্ধে ব্যর্থ সরকার৷ কারণ দিল্লির চোখে ধুলো দিয়ে ইতিমধ্যে ভারতে পুনরায় ব্যবসা করতে শুরু করেছে দুটি বড় পর্ন ওয়েবসাইট৷ স্বমহিমায় ফিরে এসেছে তারা৷

[ আরও পড়ুন: এবার হোয়াটসঅ্যাপেই সেরে ফেলুন ব্যাংকের যাবতীয় কাজ, জানেন কীভাবে? ]

সূত্রের খবর, আবারও ভারতীয় উপভোক্তাদের ফোনে ফোনে ঘুরছে বিশ্বের দুটি প্রসিদ্ধ পর্ন ওয়েবসাইট রেডটিউব এবং পর্নহাব৷ ফের ভারতীয় উপভোক্তাদের ফোনে প্রবেশ ঘটেছে তাদের৷ তবে আগের রূপে ফেরেনি এরা৷ একটু রূপ বদলে ভারতে প্রবেশ করেছে এগুলি৷ Pornhub.Com হয়ে গিয়েছে Pornhub.org এবং রেডটিউব হয়ে গিয়েছে Redtube.net৷ এখন প্রশ্ন হল, কেন এমনটা করল সংস্থা দুটি? জানা গিয়েছে, বেশিরভাগ স্বেচ্ছাসেবী সংস্থাগুলি এই ‘.Org’ ব্যবহার করে থাকে৷ আর ‘.net’ ব্যবহার করে এক্সটেনশন নেটওয়ার্কগুলি। আরও স্পষ্ট করে বললে ‘.Net’টি বেশিরভাগ ক্ষেত্রেই ইন্টারনেট, ইমেল পরিষেবার ক্ষেত্রে ব্যবহার করা হয়৷

[ আরও পড়ুন: উৎসবের মরশুমে জলের দরে মিলছে জিও ফোন, জানেন দাম কত? ]

সরকারের নজর এড়িয়ে পর্নসাইট দুটি ফিরে আসায়, আশঙ্কা প্রকাশ করেছেন সাইবার বিশেষজ্ঞরা৷ তাঁদের মতে, সাইবার সুরক্ষার কথা মাথায় রেখে সরকারের কঠোর আইন আনার দরকার। এমনকী সাইবার বিশেষজ্ঞরাও সাইবার ক্রাইম সম্পর্কিত বিষয়গুলি নিয়ে আলোচনা করেছেন৷ আলোচনার মূল বিষয় ছিল চাইল্ড পর্ন, যৌন পাচার, সাইবার ট্রোলিং এবং মহিলাদের বিরুদ্ধে সাইবার ক্রাইম৷

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে