৫ চৈত্র  ১৪২৯  সোমবার ২০ মার্চ ২০২৩ 

READ IN APP

Advertisement

উৎসবের মরশুমে জলের দরে মিলছে জিও ফোন, জানেন দাম কত?

Published by: Tanujit Das |    Posted: October 4, 2019 6:04 pm|    Updated: October 4, 2019 6:04 pm

In this festive season Jio Phone Available For Rs 699

ফাইল ছবি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০১৬-তে ভারতের টেলিকম পরিষেবার ক্ষেত্রে বিপ্লব ঘটায় রিলায়েন্স৷ অন্যান্য টেলিকম সংস্থাগুলির রাতের ঘুম উড়িয়ে দেয় ওই বছরই জিও-কে বাজারে আনেন মুকেশ আম্বানি৷ আর এরপর থেকে ভারতীয় গ্রাহকদের সস্তায়, হাই স্পিড ইন্টারনেট পরিষেবা দিয়ে তাক লাগিয়ে দিয়েছে জিও৷ সঙ্গে নিয়ে এসেছে জিও ফোন৷ উৎসবের মরশুমে যাতে যুক্ত হয়েছে নয়া আকর্ষণ৷

[ আরও পড়ুন: রিং বাজা শুরু হলেই ধরতে হবে ফোন, ক্ষতির মুখে নয়া সিদ্ধান্ত মোবাইল সংস্থার ]

আরও পরিষ্কার করে বলতে গেলে, উৎসবের শুরুতে আরও সস্তা হয়েছে জিও ফোন। জিও-র তরফ থেকে জানান হয়েছে, Jio Phone Diwali Dhamaka-2019 অফারে এবার কোনও বিশেষ শর্তা ছাড়াই জিও ফোন পাওয়া যাবে মাত্র ৬৯৯ টাকায়। কয়েকদিন আগেও পুরনো ফোনের বদলে অর্থাৎ এক্সচেঞ্জ অফারে মাত্র ৫০১ টাকায় পাওয়া যাচ্ছিল জিও ফোন। তবে এবার পুজো নয়া আকর্ষণীয় অফারটি নিয়ে এসেছে মুকেশ আম্বানির সংস্থা৷ জানা গিয়েছে, ৪ অক্টোবর থেকে এই নতুন অফারটি চালু হচ্ছে৷

[ আরও পড়ুন: স্তব্ধ টুইটার, বিশ্বব্যাপী সমস্যার মুখে কোটি কোটি ব্যবহারকারী ]

জানা গিয়েছে, ফোর জি ফিচার যুক্ত এই জিও ফোনে রয়েছে হোয়াটসঅ্যাপে, ইউটিউব, ফেসবুক৷ এছাড়া করা যাবে গুগল ম্যাপ, জিও সিনেমা, জিও টিভি, জিও মিউজিক, জিও টিভি ও জিও এক্সপ্রেস নিউজ। ফোনটিতে রয়েছে ২০০০ এমএএইচ ব্যাটারি। ৫১২ এমবি ব়্যাম, ২.৪ ইঞ্চি ডিসপ্লে ও ৪জিবি ইন্টারনাল স্টোরেজ।

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে