BREAKING NEWS

২২ জ্যৈষ্ঠ  ১৪৩০  মঙ্গলবার ৬ জুন ২০২৩ 

READ IN APP

Advertisement

WhatsApp স্টেটাসে যা ইচ্ছা পোস্ট করেন? নতুন আপডেটে সাবধান হওয়ার পালা!

Published by: Sulaya Singha |    Posted: December 25, 2022 7:05 pm|    Updated: December 25, 2022 7:05 pm

WhatsApp may soon update its status feature | Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যতদিন যাচ্ছে, নতুন নতুন ফিচার এনে চমকে দিচ্ছে হোয়াটসঅ্যাপ। ইউজারদের সুবিধার্থে যুক্ত হয়েছে গ্রুপ ভিডিও কল, ডিলিট মেসেজের মতো নানা ফিচার। এবার ব্যবহারকারীদের সুরক্ষার কথা মাথায় রেখে স্টেটাস সেকশনটিকেও আপগ্রেড করার চিন্তাভাবনা করছে মেটা অধীনস্ত সংস্থাটি। তাই হয়তো অদূর ভবিষ্যতে ভেবে-চিন্তে স্টেটাস আপলোড করতে হবে আপনাকেও।

শোনা যাচ্ছে, খুব তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপের (WhatsApp) কোনও স্টেটাসের বিরুদ্ধে রিপোর্ট করা যাবে ডেস্কটপের বিটা ভার্সান থেকে। স্টেটাস সেকশনে একটি নতুন মেনু যুক্ত হবে। যার মাধ্যমে অনায়াসেই সেই স্টেটাসটির বিরুদ্ধে অভিযোগ জানানো যাবে। হোয়াটসঅ্যাপে হিংসা ছড়ানো কিংবা এই মেসেজিং অ্যাপের নিয়মভঙ্গ করে মেসেজ পাঠালে সেই মেসেজ অথবা ফোন নম্বরটির বিরুদ্ধে রিপোর্ট করতে পারেন ইউজাররা। হোয়াটসঅ্যাপের মেনুতেই সেই অপশন রয়েছে। কিন্তু বর্তমানে স্টেটাস নিয়ে রিপোর্টের কোনও উপায় নেই। এবার সেটিও যুক্ত হতে চলেছে বলেই খবর।

[আরও পড়ুন: ডোপিং বিধি ভাঙার শাস্তি, দু’বছরের নির্বাসনে বাঙালি জিমন্যাস্ট দীপা কর্মকার]

ধরুন, আপনার কনট্যাক্ট লিস্টে থাকা কোনও ব্যক্তি একটি অশালীন কিংবা হিংসা ছড়াতে পারে, এমন ভিডিও বা ছবি স্টেটাসে আপলোড করেছেন। আপনি বুঝতে পারছেন এধরনের স্টেটাস সমাজের জন্য ক্ষতিকর। কারও ভাবাবেগে আঘাত লাগতে পারে। কিন্তু কিছু করতে পারছেন না। এবার পারবেন। তবে আপাতত ডেস্কটপ ভার্সানেই ‘রিপোর্ট স্টেটাস’ ফিচারটি চালু করার চিন্তাভাবনা করছে মার্ক জুকারবার্গের সংস্থা। নয়া ফিচারের মাধ্যমে নিজের অভিযোগ পৌঁছে দেওয়া যাবে হোয়াটসঅ্যাপ টিমের কাছে। সেই টিম বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ করবে।

এর পাশাপাশি ডেস্কটপ অ্যাপের জন্য আরও একটি ফিচার আনার কথা ভাবছে হোয়াটসঅ্যাপ। শোনা যাচ্ছে, শীঘ্রই DND ফিচারটিও চালু হবে। অর্থাৎ ডেস্কটপেও এবার থেকে মেসেজ কিংবা ভয়েস কলের নোটিফিকেশন বন্ধ করে রাখা যাবে।

[আরও পড়ুন: বিয়েতে রাজি নয় প্রেমিকা, রাস্তায় ফেলে বেধড়ক মার যুবকের, ভিডিও দেখে আঁতকে উঠল দেশ]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে