Advertisement
Advertisement

Breaking News

TCS

চাকরি ছাড়ছেন TCS-এর একের পর এক মহিলা কর্মী! কেন জানেন?

মহিলা কর্মীদের পদত্যাগের প্রবণতা বেড়েছে, জানিয়েছেন টিসিএস কর্তা।

Why Mass Resignation Of Female Employees At TCS | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:June 13, 2023 8:53 pm
  • Updated:June 13, 2023 8:53 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আজব সংকটে টাটা (TATA Group) গোষ্ঠীর তথ্যপ্রযুক্তি সংস্থা টিসিএস (TCS)। ইস্তফা দিচ্ছেন সংস্থার একের পর এক মহিলা কর্মী। ক’দিন আগেই ‘ওয়ার্ক ফ্রম হোম’ (Work From Home) বন্ধ করে কর্মচারীদের অফিসে ফিরিয়ে আনতে কড়া নির্দেশিকা জারি করেছিল টিসিএস কর্তারা। এরপরেই মহিলা কর্মীদের ইস্তাফার ঢল নেমেছে বলে জানা গিয়েছে।

তিন বছর আগে কোভিড মহামারীর পর থেকে টিসিএস-এ শুরু হয়েছিল ‘ওয়ার্ক ফ্রম হোম’ পদ্ধতি। সম্প্রতি সংস্থা জানায়, মহামারী ফুরোলেও অফিসে আসতে চাইছেন না বেশ কিছু কর্মী। অথচ প্রতি মাসে অন্তত ১২ দিন অফিসে এসে কাজ করার বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছিল। নতুন করে টিসিএসের তরফে জানানো হয়, ওয়ার্ক ফ্রম হোম পদ্ধতিতে কাজ করা যাবে, তবে মাসে কমপক্ষে ১২ দিন অফিসে আসতেই হবে। এই নিয়ম ভাঙলে শৃঙ্খলাভঙ্গের দায়ে ব্যবস্থা নেওয়া হবে। কেটে নেওয়া হতে পারে বেতন, কাটছাট হাতে পারে ছুটিতেও। সংস্থার উদ্দেশ্য ছিল, ধীরে ধীরে হাইব্রিড (মাসের কিছুদিন বাড়ি থেকে, কিছু দিন অফিসে এসে কাজ) পদ্ধতিও তুলে দেওয়া। এর মধ্যেই বেশ কিছু কর্মীরা চাকরি ছাড়তে শুরু করেছেন। ইস্তাফায় মহিলাদের সংখ্যাই বেশি।

Advertisement

[আরও পড়ুন: রাজ্যের ২ কোটি ২৩ লক্ষ পড়ুয়াকে হাম-রুবেলার টিকা, বিরাট সাফল্য মমতা সরকারের]

সংস্থার তরফে মহিলা কর্মীদের চাকরি ছাড়ার বিষয়টি স্বীকার করা হয়েছে। টিসিএস-এর এইচআর প্রধান মিলিন্দ লক্কড় জানিয়েছেন, ভবিষ্যতে হোয়ার্ক ফ্রম হোম-এর সুবিধা পাবেন না জানার পরেই মহিলা কর্মীরা ইস্তফা দিতে শুরু করেছেন। যদিও টাটা গোষ্ঠীর এই তথ্যপ্রযুক্তি সংস্থা বরাবরই কর্মক্ষেত্রে সমাধিকারের নীতি মেনে চলে থাকে। সংস্থায় মহিলা কর্মীর সংখ্যা কম নয়। ৬ লক্ষ কর্মীর মধ্যে ৩৫ শতাংশ মহিলা। বর্তমান পরিস্থিতিতে টিসিএস কর্তারা কী সিদ্ধান্ত নেন সেটাই এখন দেখার।

Advertisement

[আরও পড়ুন: ভাঙড়ে অশান্তির দিনেই সৌজন্যের ছবি শালবনীতে, দিলীপ ঘোষকে ORS ও ঠান্ডা জল দিলেন TMC কর্মীরা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ