Advertisement
Advertisement

Breaking News

মোবাইল ইন্টারনেটের গতি মাপতে ট্রাই-এর নয়া অ্যাপ

টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা ট্রাই জানিয়েছে, দ্রুতই তারা একটি নতুন মোবাইল অ্যাপ নিয়ে আসছে৷

Trai to launch app to measure mobile internet speed
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 2, 2016 7:11 pm
  • Updated:June 11, 2018 2:58 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টেলিকম সংস্থাগুলি প্রতিশ্রুতি মোতাবেক সার্ফিং বা ডাউনলোডিং স্পিড দিচ্ছে কি না, গ্রাহকরা এবার জেনে নিতে পারবেন বাড়িতে বসেই৷ শনিবার টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা ট্রাই জানিয়েছে, দ্রুতই তারা একটি নতুন মোবাইল অ্যাপ নিয়ে আসছে৷

‘দ্য মাই স্পিড অ্যাপ’ লঞ্চ করতে চলেছে এই মাসেই৷ সম্ভবত জুলাইয়ের ৫ তারিখ৷ এই অ্যাপ ডাউনলোড করা যাবে মোবাইল সেবা অ্যাপ স্টোর থেকে৷ এই অ্যাপের সাহায্যে গ্রাহকরা মোবাইলে ইন্টারনেটের স্পিড সহজেই জেনে নিতে পারবেন৷ প্রতিশ্রুতি মোতাবেক স্পিড না পেলে ‘ট্রাই অ্যানালিটিক পোর্টাল’-এ গিয়ে অভিযোগও জানাতে পারবেন৷ শনিবার এ কথা জানিয়ে ট্রাই-এর বিবৃতিতে বলা হয়েছে, ওই অ্যাপের সাহায্যেই গ্রাহকরা জানতে পারবেন তাঁর মোবাইল সার্ভিস প্রোভাইডারের নেটয়ার্ক কতদূর বিস্তৃত৷

Advertisement

ট্রাই ইতিমধ্যেই সার্ভিস প্রোভাইডারদের স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, ন্যূনতম কতটা স্পিড গ্রাহকদের দিতে হবে৷ কিন্তু অধিকাংশ সময়ই দেখা যায়, থ্রি-জি স্পিডের বদলে টু-জি স্পিডে সার্ফিং করতে বাধ্য হচ্ছেন গ্রাহকরা৷ এই সমস্যার সমাধানেই নয়া অ্যাপ নিয়ে আসছে ট্রাই৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ