BREAKING NEWS

৮ আশ্বিন  ১৪৩০  মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩ 

READ IN APP

Advertisement

এবার সরাসরি মুম্বই থেকে উড়ে যাওয়া যাবে উত্তরবঙ্গে

Published by: Sangbad Pratidin Digital |    Posted: March 26, 2017 2:30 pm|    Updated: December 27, 2019 3:15 pm

Bagdogra airport starts operating Siliguri-Mumbai flight services from Sunday

সংগ্রাম সিংহ রায়, শিলিগুড়ি: এবার মুম্বই থেকে পাহাড়ে বেড়াতে যাওয়ার পথ হয়ে গেল আরও সহজ৷ আবার অতি অনায়াসেই বাণিজ্য নগরীতে পৌঁছে যেতে পারবেন পাহাড়ের মানুষ৷ কারণ রবিবার থেকেই নয়া বিমান পরিষেবা চালু করল জেট এয়ারওয়েজ৷ এবার শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দর থেকে সরাসরি পাড়ি দেওয়া যাবে মুম্বইয়ে৷ আর কলকাতা বা দিল্লি হয়ে যাওয়ার প্রয়োজন হবে না৷ ফলে অনেকটাই সময় ও খাটনি বাঁচবে যাত্রীদের৷

প্রতিদিন সকাল ১০টা ৫ মিনিটে মুম্বই থেকে রওনা দেবে জেট এয়ারওয়েজের এই বিমান৷ বাগডোগরা পৌঁছবে বেলা ১টায়৷ আবার সেই বিমানটিই সেখান থেকে ১.৩৫ মিনিটে ছেড়ে গন্তব্যে পৌঁছবে ৪.৩৫ মিনিটে৷ রবিবারই ১৫৪ জন যাত্রীকে নিয়ে প্রথম উড়ান ভরল এই বিমান৷ চলতি সপ্তাহে প্রায় ৮৫ শতাংশ বুকিংও হয়ে গিয়েছে বলে খবর৷

[নয়া ২০০০ টাকার নোটের ৫ লক্ষ টাকার জালনোট উদ্ধার]

১৬৮টি আসন বিশিষ্ট একটি বিমানই আপাতত যাতায়াত করবে৷ বাগডোগরা এয়ারপোর্ট ডিরেক্টর রাকেশ সহায় জানান, “এটি অত্যন্ত ইতিবাচক উদ্যোগ৷ বিমানবন্দরের আরও উন্নতি ঘটাতে হবে৷ তারপর বিমানের সংখ্যাও বাড়ানো হবে৷” এর আগে শিলিগুড়ির এই বিমানবন্দর থেকে দিল্লি ও কলকাতার জন্য বিমান ছাড়ত৷ বেঙ্গালুরু যাওয়ার ক্ষেত্রে রয়েছে কানেক্টিং ফ্লাইটের ব্যবস্থা৷ এবার মুম্বইয়ের উদ্দেশ্যেও উড়ে যাবে বিমান৷ অফ সিজনে এই সফরের ভাড়া ৪৩০০ টাকার আশেপাশে থাকবে বলে জানানো হচ্ছে৷ আর অন্যান্য সময় ন্যূনতম ভাড়া হতে পারে ৫৯০০ টাকা৷

[হিন্দুদের হত্যা-মন্দির ভাঙায় অভিযুক্ত তিতুমীর, বিতর্কে রাজ্যের পাঠ্যপুস্তক]

এর ফলে লন্ডন, প্যারিস ও অ্যামস্টারডাম থেকে রাতে যে সব বিমান মুম্বই এসে পৌঁছয়, তার যাত্রীরাও অনায়াসে শিলিগুড়ি চলে আসতে পারবেন৷ তাছাড়া নেপাল, ভুটান ও সিকিম যাওয়ার ক্ষেত্রেও বড় ভূমিকা পালন করে বাগডোগরা৷ রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেবও এই পরিষেবার প্রশংসা করে বলেন, “আশা করি, আগামী দিনে বিমান পরিষেবার আরও উন্নতি ঘটবে৷”

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে