Advertisement
Advertisement

Breaking News

Monsoon Travel Tips

বৃষ্টিতে বেড়াতে যাচ্ছেন? এই ছয় বিষয় অবশ্যই মাথায় রাখুন

সবরকম পরিস্থিতির জন্য তৈরি থাকা দরকার।

Here are 6 Monsoon Travel Tips for packing
Published by: Suparna Majumder
  • Posted:August 4, 2024 4:16 pm
  • Updated:August 4, 2024 5:18 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘টাপুর টুপুর’ বৃষ্টি পড়লেই মন হয় বেতাল। বেরিয়ে পড়তে চায় নতুন কোনও ঠিকানার খোঁজে। কিন্তু, বেরিয়ে পড়লেই তো আর হল না। এই বর্ষার মরশুমে ঘুরতে যেতে হলে কয়েকটি জিনিস অবশ্যই সঙ্গে রাখা প্রয়োজন। বিপদ তো আর বলে কয়ে আসে না! সবরকম পরিস্থিতির জন্য তৈরি থাকা দরকার। তাই ব্যাগে কয়েকটি জিনিস অবশ্যই রাখবেন।

বৃষ্টিতে ভিজতে যতই ভালো লাগুক, সঙ্গে ছাতা বা রেনকোট অবশ্যই রাখবেন। প্রয়োজনে ওয়াটারপ্রুফ প্যান্টও রেখে দেবেন।

Advertisement
Monsoon-Fashion-2
ছবি: সংগৃহীত

বর্ষার দিনে ওয়াটারপ্রুফ ব্যাগ থাকা খুবই গুরুত্বপূর্ণ। তাহলেই তো আপনার প্রয়োজনীয় জিনিস শুকনো ও সুরক্ষিত থাকবে। মাইক্রোফাইবারের তোয়ালে ব্যবহার করবেন। তাড়াতাড়ি শুকনো হয়।

Advertisement

বর্তমান এই সময়ে মোবাইল মানুষের ছায়াসঙ্গী। ছবি, ভিডিও, রিল তো তুলতেই হয়। তা তো সোশাল মিডিয়াতেও আপলোড করতে হয়। ওয়াটারপ্রুফ ফোন কভার নেবেন। তাহলে বৃষ্টিতেও মন ভরে ছবি-ভিডিও তুলতে পারবেন।

Monsoon-Travel-1
ছবি: সংগৃহীত

[আরও পড়ুন: ‘সেই স্কুল থেকে…’, বন্ধুত্বের দিনে সৃজার সঙ্গে অতীতের নস্ট্যালজিয়ায় অর্জুন ]

বৃষ্টির এই মরশুমে জুতো অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। রাবারের জুতো ব্যবহার করবেন। সঙ্গে স্লিপারও রাখবেন। এমন কোনও জুতো সঙ্গে নেবেন না যা ভিজে গেলে আপনারই মন খারাপ হয়ে যাবে।

একটু দূরে কোথায় এক-দুদিনের জন্য যাওয়ার হলে ব্যান্ডেট, অ্যান্টিসেপটিক ওয়াইপ, ব্যথা-জ্বর-পেটখারাপের ওষুধ সঙ্গে নিয়ে নেবেন। মশার হাত থেকে বাঁচার জন্য যে ক্রিম পাওয়া যায় তাও নিয়ে নেবেন।

medicine

আর অবশ্যই টর্চলাইট বা দেশলাই সঙ্গে রাখবেন। কখন কীভাবে প্রয়োজন পড়ে যায়, কেইবা বলতে পারে! আনন্দ তো করবেন। প্রকৃতির মাঝে হারিয়েও যাবেন। কিন্তু নিজের স্বাস্থ্য ও সুরক্ষার খেয়ালও রাখা প্রয়োজন।  ভালো থাকলেই তো বর্ষাসুন্দরীর সৌন্দর্য উপভোগ করতে পারবেন। ফিরতে পারবেন সুন্দর সুন্দর কিছু স্মৃতি নিয়ে। 

[আরও পড়ুন: ৪ থেকে ১০ আগস্ট পর্যন্ত Horoscope: আয় বেশি না খরচ? শরীর ভালো থাকবে? জেনে নিন সাপ্তাহিক রাশিফল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ