BREAKING NEWS

১৫ জ্যৈষ্ঠ  ১৪৩০  মঙ্গলবার ৩০ মে ২০২৩ 

READ IN APP

Advertisement

ভ্রমণপ্রেমীদের জন্য সুখরব! বিদেশে বিমানযাত্রার টিকিটে মিলবে বিরাট ছাড়

Published by: Sulaya Singha |    Posted: March 10, 2022 6:50 pm|    Updated: March 10, 2022 6:50 pm

International air fares may come down by 50% as India lifts travel ban | Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা আতঙ্ক কাটিয়ে প্রায় দু’বছর পর স্বাভাবিক হয়েছে দেশের আন্তর্জাতিক বিমান পরিষেবা। আর তারপরই সুখবর পেলেন বিদেশ যাত্রীরা। শোনা যাচ্ছে, ভিনদেশের টিকিটের দাম (Flight Fare) এবার প্রায় ৫০ শতাংশ কমতে চলেছে। অর্থাৎ অর্ধেক টাকা খরচ করেই এবার বিদেশ বিভুঁই ঘোরা যাবে।

আসলে দীর্ঘদিন পর আগামী ২৭ মার্চ থেকে ফের আন্তর্জাতিক বিমান চলাচল স্বাভাবিক হয়েছে। তাই একাধিক বিমান সংস্থা নিজেদের বিমানের সংখ্যা দ্বিগুণ করার পরিকল্পনা করছে। লুত্থহান্সা গ্রুপের অন্তর্গত সুইস ইন্টারন্যাশনাল এয়ার লাইন্স (SWISS) ঠিক করেছে, আগামী কয়েক মাসের মধ্যেই বিমানের সংখ্যা অনেকটা বাড়াবে তারা। পাশাপাশি যাত্রী সংখ্যা ১৭ শতাংশ বাড়ানো সিদ্ধান্ত নিয়েছে সিঙ্গাপুর বিমান সংস্থা। দেশের অতি জনপ্রিয় বিমান সংস্থা ইন্ডিগোও একশোর বেশি আন্তর্জাতিক বিমান পরিষেবা দেওয়ার পরিকল্পনা করেছে।

[আরও পড়ুন: পাঁচ রাজ্যের ফলের পর গেরুয়াময় ভারতের মানচিত্র, এক নজরে দেখে নিন কার দখলে কোন রাজ্য]

২০২০ সালের ২৩ মার্চ থেকেই ভারতের সঙ্গে বিদেশের বিমান যোগাযোগ বন্ধ ছিল। করোনা যুদ্ধে অনেকটা এগিয়ে যাওয়ার পর যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে বেশ কয়েকটি দেশের সঙ্গে দ্বিপাক্ষিক ‘এয়ার বাবল’ চুক্তির (Air Bubble) মাধ্যমে সীমিত সংখ্যক বিমান চলাচল শুরু হয়। ৪৫টি দেশের সঙ্গে এয়ার বাবল চুক্তিতে আবদ্ধ হয়েছিল ভারত। মাঝে আন্তর্জাতিক উড়ান পরিষেবা স্বাভাবিক হতে পারে বলে জানা গিয়েছিল। কিন্তু ওমিক্রনের দাপটে তা পিছিয়ে যায়। অবশেষে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হওয়ার ঘোষণা করল কেন্দ্র।

ট্রাভেল পোর্টাল Ixogi গ্রুপের প্রধান অলোক বাজপায়ী বলেন, “পরিষেবা আগের মতো স্বাভাবিক হতে চলেছে। বিভিন্ন রুটে পরিষেবা চালু হবে। তাই আশা করা হচ্ছে আন্তর্জাতিক বিমানের টিকিটের দাম অনেকটাই কমবে।” উল্লেখ্য, করোনা কালে বিমানের সংখ্যা অনেকটা কমায় টিকিটের মূল্য আকাশ ছুঁয়েছিল। এবার বিদেশযাত্রার ক্ষেত্রে স্বস্তি ফিরবে বলেই মনে করছে বিমান সংস্থাগুলি।

[আরও পড়ুন: ইউক্রেনের ভয়ংকর শীতে ট্যাঙ্কের মধ্যেই মৃত্যু হতে পারে রুশ সেনাদের! বাড়ছে আশঙ্কা]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে