Advertisement
Advertisement

Breaking News

Dutch

সমুদ্রে সৈকতে ভুলেও যৌন মিলন নয়, হতে পারে শাস্তি, সতর্ক করা হল পর্যটকদের

প্রকাশ্যে সঙ্গমে লিপ্ত হচ্ছেন একশ্রেণির পর্যটক, অভিযোগ স্থানীয়দের।

No Physical Relation on Beach, Dutch town warns nudist visitors after complaints | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:June 11, 2023 8:01 pm
  • Updated:June 11, 2023 8:02 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নগ্ন হয়ে সমুদ্রস্নান কিংবা সূর্যস্নান বা সানবাথ অবধি ঠিক আছে। তাই বলে প্রকাশ্যে সমুদ্র সৈকতে যৌন মিলন মেনে নেওয়া হবে না। ধরা পড়লে হতে পারে শাস্তি। এই ভাষাতেই কড়া নিষেধাজ্ঞা জারি করল নেদারল্যান্ডের (Netherland) একটি সৈকত শহরের প্রশাসন। নগ্নতাবাদী পর্যটকদের একাংশ সাধারণ পর্যাটকদের পরোয়া না করে প্রকাশ্যে সঙ্গমে লিপ্ত হচ্ছেন, এমন একাধিক অভিযোগ পাওয়ার পরেই সতর্কবার্তা দিয়েছে প্রশাসন।

নেদারল্যান্ডের সমুদ্র লাগোয়া অপূর্ব শহরটির নাম ভিরে। যা সে দেশের অন্যতম জনপ্রিয় পর্যটনস্থল। স্বচ্ছ নীল সমুদ্র আর সাদা বালির টানে প্রতিদিনই সিবিচে ভিড় জমান দেশ-বিদেশের অসংখ্য পর্যটক। নগ্নতবাদী পর্যটকরাও সমুদ্রস্নান এবং সূর্যস্নান করতে আসেন ওই সৈকতে। সেই দৃশ্যও অবশ্য গা সওয়া স্থানীয় বাসিন্দা এবং অন্য পর্যটকদের। নগ্নতা চর্চাকারীদের সংগঠনও রয়েছে। তাঁদের দাবি, যাকে নগ্নতা বলে দেগে দেয় আমজনতা, তা আসলে মুখোশহীন জীবনের চর্চা। কিন্তু সেই তাদের বিরুদ্ধেই প্রকাশ্যে সৈকতে যৌনতার অভিযোগ উঠেছে। স্থানীয়রা অভিযোগ করছেন, ছেলে-বুড়ো-বাচ্চার সামনেই সঙ্গমে লিপ্ত হচ্ছেন নগ্নতাবাদী পর্যটকরা। যা মেনে নেওয়া কঠিন।

Advertisement

[আরও পড়ুন: সেনা জওয়ানের স্ত্রীকে অর্ধনগ্ন করে ১২০ জন মিলে মার! চাঞ্চল্য তামিলনাড়ুতে]

এর বিরুদ্ধেই কড়া নির্দেশিকা জারি করেছেন ভিরে শহরের মেয়র। ওই নির্দেশিকায় আরও বলা হয়েছে, মৌখিক এই নির্দেশিকা না মানলে শাস্তি পেতে হবে। প্রশাসনের তরফে বিকৃত রুচির পাশপাশি দৃশ্যদুষণের অভিযোগ আনা হয়েছে। সুন্দর প্রাকৃতিক পরিবেশকে নষ্ট করার অভিযোগ এনেছেন কট্টোরপন্থী একটি রাজনৈতিক দলও। বিষয়টিকে ইস্যুকে করে শাসক দলের বিরুদ্ধে প্রচারে নামতে চাইছে তারা। এই বিষয়ে নগ্নতাবাদী পর্যটকদের সংগঠনের এক সদস্য বলেন, “খোলা স্থানে যৌনতা কখনই অশ্লীল নগ্নতার সমতুল্য নয়। এই চর্চা আসলে এক ধরনের স্বাধীন অনুভূতি দেয়। যা স্বাস্থ্যকর। তবে সাধারণত প্রকাশ্য যৌনতা থেকে বিরতই থাকি আমরা।”

Advertisement

[আরও পড়ুন: মোদিকে অপছন্দ হতেই পারে, কিন্তু তাঁকে নিয়ে কুকথা বলা উচিত নয়: গুজরাট হাই কোর্ট

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ