Advertisement
Advertisement

Breaking News

Ram mandir

Ram mandir: রামমন্দিরের আরতিতে অংশ নিতে চান? অনলাইনে বুকিং বাধ্যতামূলক, জেনে নিন পদ্ধতি

দিনে তিনবার হবে আরতি।

Now participating Ram Mandir arati online | Sangbad Pratidin

ফাইল ছবি।

Published by: Paramita Paul
  • Posted:December 30, 2023 4:14 pm
  • Updated:December 30, 2023 4:19 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন বছরের ২২ জানুয়ারি রামমন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা। তার পরই মন্দিরের দরজা খুলে যাবে সর্বসাধারণের জন্য। দর্শন থেকে আরতি সবই করতে পারবে আমজনতা। দিনে তিনবার হবে আরতি। তাতে অংশ নিতে হলে আগেই সারতে হবে বুকিং। অফলাইনে নয়, বুকিং হবে অনলাইনে। তাও আবার বিনামূল্যে। জেনে নিন কীভাবে হবে বুকিং?

জেনে নিন বুকিং পদ্ধতি

Advertisement
  • শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্রে ট্রাস্টের অফিসিয়াল ওয়েবসাইট srjbtkshetra.org-এ লগ ইন করুন।
  • দিতে হবে মোবাইল নম্বর।
  • ওটিপি দিয়ে লগইন করুন।
  • হোম পেজে গিয়ে আরতি সেকশনে ক্লিক করুন।
  • এবার বেছে নিতে হবে তারিখ ও আরতির ধরন।
  • ভক্তের নাম, ঠিকানা, ছবি, মোবাইল নম্বরের মতো বিবরণ দিন।
  • মন্দির দর্শনের দিন পরিচয়পত্র দেখিয়ে কাউন্টার থেকে পাশ সংগ্রহ করতে হবে।

[আরও পড়ুন: হানিমুনে গিয়ে সেলফি তোলাই কাল! বিয়ের ২০ দিনের মাথায় মৃত্যু নববধূর]

কোন কোন পরিচয়পত্র দেখানো যাবে?

Advertisement
  • আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স. পাসপোর্ট বা ভোটার কার্ড গ্রহণযোগ্য।

আরতি সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়

  • দিনে তিনবার আরতি হবে। সকাল ৬টায় শৃঙ্গার আরতি। দুপুর ১২টায় ভোগ আরতি এবং সন্ধে সাড়ে সাতটায় সন্ধ্যারতি।
  • প্রতি আরতিতে অংশ নিতে পারবেন সর্বোচ্চ ৩০ জন।
  • অনলাইন বুকিং ছাড়া আরতিতে অংশ নেওয়া যাবে না।
  • ১০ বছরের নিচের শিশুদের পাস লাগবে না।
  • যে পরিচয়পত্র দিয়ে অনলাইনে বুকিং করা হবে, সেই পরিচয়পত্র দেখিয়েই পাস তুলতে হবে।
  • সামান্য় খরচে হুইল চেয়ার পাওয়া যাবে।
  • আরতির ২৪ ঘণ্টা আগে ইমেল বা এসএমএসের মাধ্যমে মন্দির কর্তৃপক্ষ মনে করাবে।
  • আরতির দিন মন্দিরের ওয়েবসাইটে ঢুকে নিজের উপস্থিতি জানাতে হবে।

[আরও পড়ুন: ‘অ্যানিম্যাল’-এ খুলল কপাল, এবার ববি দেওলের ‘আব্রার’কে নিয়ে নতুন ছবি সন্দীপ রেড্ডি ভাঙ্গার!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ