Advertisement
Advertisement

এই তিন মন্ত্রে আপনার সোলো ট্রিপ হয়ে উঠবে আরও মনোরম

নিজেকে আরও ভাল করে চিনতে বেড়িয়ে পড়ুন কোনও সঙ্গী ছাড়াই৷

Try these 3 tips to make your solo trip amazing
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 22, 2018 1:33 pm
  • Updated:June 11, 2018 3:21 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরিবার, বন্ধু-বান্ধব, আত্মীয়-পরিজন, সহকর্মী প্রত্যেককেই সময় দিয়ে থাকি আমরা। তবে নিজেকে একটু সময় দিয়েছেন কি? কাউকে সঙ্গে নিয়ে নয়, নিঃসঙ্গ ভাবে কখনও বেড়াতে গিয়েছেন? না গিয়ে থাকলে এখনই প্ল্যান করা শুরু করুন৷ কারণ নিজেকেও সময় দেওয়া প্রত্যেকের জীবনে অত্যন্ত জরুরি৷ তবে একলা কোথাও ঘুরতে যাওয়ার আগে এই তিনটে ছোট টিপস ফলো করুন৷ দেখবেন আরও উপভোগ্য হয়ে উঠবে আপনার সফর৷

solo-trip-1

Advertisement

[আপনি কি খুব রোগা? তাহলে এই ধরনের পোশাক পরা উচিত]

Advertisement

নতুন বন্ধু তৈরি করুন: প্রত্যেক সফরে আপনার প্রধান লক্ষ্য হওয়া উচিত নতুন নতুন বন্ধু তৈরি করা৷ একলা পথ চলায় কোনও পিছুটান থাকছে না আপনার৷ নেই কোনও বন্ধু, যার সঙ্গে আপনি একান্তে, নিশ্চিন্তে সময় কাটাবেন৷ ফলে একমাত্র নতুন বন্ধুই হয়ে উঠতে পারে আপনার অবসরের সঙ্গী৷ এছাড়া নিত্যনতুন মানুষের সঙ্গে দেখা করলে, পরিচয় হলে আপনার অভিজ্ঞতা বাড়বে মানুষের জীবন সম্পর্কে৷ প্রত্যেক মানুষের জীবনযাপন পদ্ধতি আলাদা, তাদের সঙ্গে কথা বললে, আড্ডা মারলে আরও সমৃদ্ধ হবে আপনার জ্ঞানের ভাণ্ডার৷ পরিচিত হবেন নিত্যনতুন সংস্কৃতির সঙ্গে৷

solo-trip-2

মোবাইল দূরে রাখুন: সমীক্ষা বলছে আমরা ২৪ ঘন্টার মধ্যে ৬ ঘন্টা থেকে ৭ ঘন্টা সময় ব্যয় করি কেবলমাত্র মোবাইল ঘেঁটে৷ হয়তো সেটা প্রয়োজনেই করে থাকি৷ তবে কোথাও ঘুরতে গেলে দয়া করে মোবাইলটি আপনার থেকে দূরে রাখুন৷ যেহেতু নিজেকে সময় দেওয়ার জন্য ঘুরতে গিয়েছেন তাই নিজের মধ্যেই মনোনিবেশ করুন৷ একান্ত প্রয়োজন ছাড়া দরকার নেই মোবাইলের দিকে ফিরে তাকানোর৷

[কীভাবে বুঝবেন আপনার পুরুষ পার্টনারটি ভারজিন?]

solo-trip--

নিজেকে জানুন, বুঝুন: প্রত্যেকদিনের দৌড়ঝাঁপের জীবনে আপরা নিজেকে চিনতে ভুলে যাচ্ছি৷ নিজের ছোট ছোট শখ-আহ্লাদ, আশা-আকাঙ্খা আমাদের কাছে গৌণ হয়ে যাচ্ছে৷ বাড়ি থেকে অফিস ও বাড়ির মধ্যেই আবদ্ধ হয়ে পড়ছে বর্তমানের কর্পোরেট লাইফস্টাইল৷ তবে সোলো ট্রিপে এই সমস্ত কিছু ভুলে যান৷ নিজের জন্য বাঁচুন, নিজেকে নিয়ে বাঁচুন, নিজেকে চিনে ভবিষ্যতে আরও ভাল করে বাঁচুন৷ এটাই হওয়া উচিত আপনার একমাত্র মূলমন্ত্র৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ