১৮ অগ্রহায়ণ  ১৪৩০  রবিবার ৩ ডিসেম্বর ২০২৩ 

READ IN APP

Advertisement

চার রাজ্যের রায়

মধ্যপ্রদেশ (২৩০/২৩০) এগিয়ে / জয়ী
বিজেপি ১৬৪
কংগ্রেস ৬৫
অন্যান্য
রাজস্থান (১৯৯/২০০) এগিয়ে / জয়ী
বিজেপি ১১৫
কংগ্রেস ৬৯
অন্যান্য ১৫
ছত্তিশগড় (৯০/৯০) এগিয়ে / জয়ী
বিজেপি ৫৪
কংগ্রেস ৩৫
অন্যান্য
তেলেঙ্গানা (১১৯/১১৯) এগিয়ে / জয়ী
বিআরএস ৩৯
কংগ্রেস ৬৪
বিজেপি
এআইএমআইএম
অন্যান্য

COVID-19: পর্যটকদের প্রবেশের অনুমতি দিল আরব আমিরশাহী, বিশেষ শর্ত ভারতীয়দের জন্য

Published by: Suparna Majumder |    Posted: August 30, 2021 5:09 pm|    Updated: January 21, 2022 11:00 pm

UAE open doors for tourist, have special rule for India! | Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পর্যটকদের প্রবেশের অনুমতি দিল আরব আমিরশাহী (UAE)। সোমবার থেকেই সে মুলুকে যেতে পারবেন ভ্রমণপ্রেমিক মানুষজন। তবে তার জন্য টিকার (Corona Vaccine) দু’টি ডোজ নিতে হবে। বিশেষ শর্ত রয়েছে ভারতীয়দের জন্য। কোভ্যাক্সিনকে (Covaxin) এখনও মান্যতা দেয়নি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। তাই ভারতীয়রা যদি আরব আমিরশাহীতে যেতে চান, তাহলে তাঁদের কোভিশিল্ডের (Covishield) দু’টি ডোজ হয়ে গিয়ে থাকতে হবে।

 

শোনা যায়, প্রায় ৩.৪২ মিলিয়ন ভারতীয় আরব আমিরশাহীতে বাস করেন। দুবাইয়ের টানে অনেকে আবার ঘুরতেও যান। তবে করোনার দ্বিতীয় ঢেউয়ের (Corona Second Wave) জেরে পর্যটকদের প্রবেশের ক্ষেত্রে নানা বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। সোমবার থেকে তা অনেকটাই কমে যাচ্ছে। করোনার দু’টি ডোজ নেওয়া থাকলেই আরব দুনিয়ায় যেতে পারবেন পর্যটকরা। তবে সেখানে গিয়ে আবার ব়্যাপিড পিসিআর টেস্ট (Rapid PCR Test) করতে হবে। প্রয়োজনে কোয়ারেন্টাইনে থাকতে হবে। 

 

[আরও পড়ুন: Travel News: কংসাবতীর তীরে শাল-পিয়ালের জঙ্গল, করোনা আতঙ্ক কাটিয়ে ডাকছে মুকুটমণিপুর]

মহামারীর তৃতীয় ঢেউ রুখতে আপ্রাণ চেষ্টা করছে ভারত (India)। তার মধ্যে দেশের কোভিড গ্রাফে উত্থানপতন লেগেই আছে। সপ্তাহের প্রথম দিন অবশ্য সংক্রমণ  খানিকটা কমেছে। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টার মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪২ হাজার ৯০৯ জন, রবিবারের তুলনায় তা অনেকটা কম।  গত ২৪ ঘণ্টায় করোনার কবল থেকে সুস্থ হয়ে ফিরেছেন ৩৪ হাজার ৭৬৩ জন। এমন পরিস্থিতিতে অনেকেই বিদেশে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছেন।  অনেকের ভ্যাকসিনের দু’টি ডোজও নেওয়া হয়েছে। 

উল্লেখ্য, অক্টোবর মাস থেকেই শুরু হচ্ছে দুবাই এক্সপো (Dubai Expo 2021)। তার আগেই টুইট করে পর্যটনের ক্ষেত্রে বিধিনিষেধ শিথিল করার কথা জানিয়েছেন আমিরশাহীর ন্যাশনাল এমারজেন্সি ক্রাইসিস অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট। 

 

[আরও পড়ুন: Dooars Tourism: সবুজে ঘেরা ডুয়ার্স ঘোরাবে কাচে মোড়া বিশেষ ট্রেন, খরচ কত জানেন?]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে