সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কালীপুজো-দিওয়ালির পরেই আসে ‘ভাইফোঁটা’ বা ‘ভ্রাতৃদ্বিতীয়া’৷ হিন্দিতে এই দিনটি ‘ভাইদুজ’ নামে পরিচিত৷ দিনটি নিয়ে উচ্ছ্বাস চরমে থাকে ভাই-বোনদের মধ্যে৷ মিষ্টি খাওয়ার পাশাপাশি থাকে উপহার পাওয়ার উত্তেজনা৷ বোনরা ভাবেন দাদাদের থেকে কোন আকর্ষণীয় উপহারটা পাওয়া যাবে, আর ভাইরা ভাবেন দিদিদের কাছ কোন লোভনীয় গিফটা পকেটে পুড়বে৷ এই উৎসবের মরশুমে অনেকেই উপহার হিসাবে ভাই-বোনকে মোবাইল ফোন দিয়ে থাকেন৷ তবে জানেন কি, একঘেয়েমি কাটাতে এই উপহারকেও আরও আকর্ষণীয় করে তোলা সম্ভব? মানে ভাইফোঁটায় প্রিয়জনকে এমন কয়েকটি অদ্ভুত ডিজাইনের মোবাইল ফোন উপহার দিন, যা একদিকে যেমন তাদের কাজে লাগবে, পাশাপাশি যেটি হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে খুশিতে মেতে উঠবে তারা৷
[আজ ফ্লিপকার্টে মাত্র ১,১৪৯ টাকায় মিলবে Nokia 6.1 Plus!]
নোকিয়া ৮১১০ বানানা ফোন: গত মাসেই ভারতের বাজারে এসেছে এই ফোনটি৷ নয়ের দশকে নোকিয়ার যে কিপ্যাড মোবাইলগুলি ছিল তারই আরও উন্নত মডেল এটি৷ টেক বিশেষজ্ঞরা জানিয়েছেন, স্মার্টফোনের থেকে কোনও অংশে কম নয় নোকিয়ার এই মডেলটি৷ এতে যেমন 4G সাপোর্ট করে, তেমনই টুইটার, ফেসবুকের মতো অ্যাপও ব্যবহার করা যায়৷ পাকা কলার মতো হলুদ রঙের দেখতে বলে এর নাম দেওয়া হয়েছে বানানা ফোন৷ ভারতে ফোনটির দাম মাত্র ৫৯৯৯ টাকা৷
কে১১৮ ফিজেট স্পিনার: নাম শুনে অবাক হলেও ফোনটিকে অনেকটা স্পিনারের মতোই দেখতে৷ গত বছরই হংকং-এর একটি মোবাইল প্রস্ততকারক সংস্থা ভারতের বাজারের এই ফোনটি নিয়ে আসে৷ এতে রয়েছে ৩২ জিবি ব়্যাম, ৩২ জিবি রোম, ২৮০ এমএএইচ ব্যাটারি এবং ৮ জিবি ইন-বিল্ট স্টোরেজ৷ ভারতীয় বাজারে ফোনটির মূল্য মাত্র ৯৯৯ টাকা৷
[দিওয়ালি উপলক্ষে আটটি ধামাকা অফার আনল Jio]
ভিভো নেক্স: বরাবরই ক্যামেরার গুণমানের প্রতি একটা আলাদা গুরুত্ব দিয়ে আসে ভিভো সংস্থাটি৷ এই ফোনটিতে সেই গুরুত্বকে অন্যমাত্রায় নিয়ে গিয়েছে সংস্থাটি৷ ফোনটির সামনের দিকে কোনও ক্যামেরা নেই, কিন্তু সেলফি তোলার ব্যবস্থা রয়েছে৷ নিশ্চয়ই ভাবছেন এ কীভাবে সম্ভব? হ্যাঁ সম্ভব৷ এটাই করে দেখিয়েছে ভিভো৷ ফোনটির উপরের দিকে রয়েছে একটি খাঁজ৷ সেখানেই লুকানো রয়েছে সেলফি ক্যামেরাটি৷ ক্যামেরা অন করে সেলফি মোডে গেলেই উপরের ওই খাঁজ থেকে বেরিয়ে আসবে সেলফি ক্যামেরাটি৷ ভারতীয় মার্কেটে এই ফোনটির দাম একটু বেশি, ৪৪,৯৯০ টাকা৷