সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জিওকে টেক্কা দিতে বাকি মোবাইল নেটওয়ার্ক প্রদানকারী সংস্থাগুলিও একের পর এক নতুন অফার নিয়ে এসেছে। এবার ফের গ্রাহকদের জন্য ধামাকাদার অফার নিয়ে হাজির ভোডাফোন। এবার মাত্র ৯৯ টাকায় পান ভয়েস কলিংয়ের সুযোগ। প্ল্যানটিতে আনলিমিডেট লোকাল, এসটিডি, রোমিং কলের সুযোগ থাকছে। বৈধতা ২৮ দিন।
[পুজোর মরশুমে স্মার্টফোনে আকর্ষণীয় ছাড় দিচ্ছে ফ্লিপকার্ট]
জিও বাজারে আসার পর থেকেই একের পর এক লোভনীয় অফার দিতে শুরু করে টেলিকম সংস্থাগুলি৷ গ্রাহকদের আকর্ষণ করতে নানা অফারের বন্দোবস্ত করেছে ভোডাফোনও৷ এবার ৯৯ ও ১০৯ টাকা দিয়ে বাজারে নতুন দুটি অফার নিয়ে এসেছে৷ ৯৯টাকার নতুন এই প্ল্যানে গ্রাহকরা আনলিমিটেড লোকাল, এসটিডি ও রোমিং কলের সুযোগ পাবেন৷ ১০৯টাকা রিচার্জ করলে গ্রাহকরা প্রতিদিন এক জি করে হাইস্পিড ইন্টারনেট ব্যবহার করতে পারবেন৷ এছাড়াও প্রতিদিন আড়াইশো মিনিট করে টকটাইম এবং সপ্তাহে ১০০০ মিনিট কল করতে পারবেন বিনামূল্যে। ভোডাফোন অ্যাপ বা ওয়েবসাইট বা থার্ড পার্টি সাইট যেমন পেটিএম বা মোবিকুইকের মাধ্যমে রিচার্জ করা যাবে। নতুন এই অফারে বেজায় খুশি উপভোক্তারা৷ তাই দেরি না করে আজই আপনার ভোডাফোন নম্বরে রিচার্জ করে ফেলুন৷
[পুজোয় নিশ্চিন্তে ঘুরতে চান? এই অ্যাপগুলো ফোনে ইনস্টল করুন]
এতদিন জিও একাধিক প্ল্যান এনেছে বাজারে৷ অফারের টানে গ্রাহকের সংখ্যাও দিন দিন বাড়ছে জিও-র৷ এতদিন ৯৮ টাকার প্ল্যানে গ্রাহকরা ১ জিবি ডেটার পাশাপাশি ৩০০ মেসেজ পেতেন বিনামূল্যে। তবে ভোডাফোনও এই একই টাকায় অফার নিয়ে আসায় কিছুটা হলেও চিন্তিত জিও কর্তৃপক্ষ৷