Advertisement
Advertisement
Mangoes

সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করাই কাল! চুরি গেল ওড়িশার বাগানের আড়াই লাখি আম

আম ডাকাতি রুখতে নিরাপত্তায় জোর দিন, পরামর্শ নেটিজেনদের।

4 Mangoes worth rupees 2.5 lakh/kg stolen from Odisha orchard | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:June 20, 2023 3:00 pm
  • Updated:June 20, 2023 3:00 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভূভারতে এমন আমও (Mango) আছে, যা আমজনতার নাগালের বাইরে। হিমসাগর, ল্যাংড়া, ফজলির মতো বাজারে ঢু মারলেই দেখা মেলে না সে আমের, চাইলেও পাওয়া যায় না। কিন্তু বিশ্ববাজারে সেই বিরল আমের দাম আকাশ ছোঁয়া। এক কিলোর দাম আড়াই লক্ষ টাকা। ছোট্ট ভুলে ওড়িশার এক আম চাষির বাগান থেকে চুরি গিয়েছে সেই মহার্ঘ ‘অমৃত ফল’। ঘটনায় মাথায় হাত পড়েছে ওই ব্যক্তির। কিন্তু কেন চুরি হল?

ওড়িশার (Odisha) নয়া নুয়াপাড়া জেলায় আম চাষি লক্ষ্মীনারায়ণের বাড়ি। বাড়ির কাছেই বিরাট আম বাগান তাঁর। চলতি মরসুমে মোট ৩৮ রকম আমের চাষ করেছিলেন লক্ষ্মীনারায়ণ। তার বেশ কয়েকটির বিশ্ববাজার বিরাট চাহিদা রয়েছে। দামও তেমনই। স্বভাবতই মাথার ঘাম পায়ে ফেলে এত রকম আম ফলিয়ে গর্বিত চাষি। সেই সহজ আনন্দ ভাগ করে নেওয়াই কাল হল।

Advertisement

[আরও পড়ুন: ৭ ভারতীয় কফ সিরাপে বিষ! বিস্ফোরক তথ্য দিল WHO]

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের বাগানের বেশ কিছু ছবি পোস্ট করেছিলেন লক্ষ্মীনারায়ণ। তার মধ্যে ছিল আড়াই লক্ষ টাকা কেজি বিরল আমের ছবিও। পরদিন সকালে উঠেই বোঝেন, রাতে চোর ঢুকেছিল বাগানে। চুরি গেছে বহুমূল্য চার-চারটি আম। প্রথমে বিশ্বাস করতে পারছিলেন না ওই আম চাষি। পরে মন খারাপে ঢুবে যান। এই বিষয়ে নেটিজেনদের পরামর্শ, আম যখন সোনার মূল্যের, তখন নিরাপত্তাও জোরদার হওয়া উচিত। নচেত ভবিষ্যতেও আম-ডাকাতি রুখতে পারবেন না কৃষক।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement