সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রিলস বানিয়ে ভাইরাল হওয়ার নেশায় অনেকেই নানা কেরামতি দেখান। মাঝেমধ্যে যার পরিণতি হয় ভয়ংকর। ফের একবার ঘটল তেমনই ঘটনা। রিলসের নেশায় আহ্লাদ করে সাপকে চুমু খেতে গিয়েছিলেন বছরের পঞ্চাশের এক প্রৌঢ়। আর তাতেই ঘটল বিপত্তি। ওই ব্যক্তির জিবে ছোবল মারে বিষধর। ভাইরাল হতে গিয়ে এখন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি।
পিটিআই সূত্রে খবর, এই ঘটনা উত্তরপ্রদেশের আমরোহা জেলার হাইবতপুর গ্রামের। ওই ব্যক্তির নাম জিতেন্দ্র কুমার। পেশায় তিনি কৃষক। গত শুক্রবার এই কাণ্ড ঘটে। জানা গিয়েছে, ভাইরাল হওয়ার আশায় খেতে গিয়ে একটি সাপ ধরেন জিতেন্দ্র। কয়েকজন তাঁর ভিডিও করছিলেন। সাপটিকে জিতেন্দ্র গলার সঙ্গে পেঁচিয়ে নেন। সাপটির মুখ নিজের মুখের সামনে এনে ক্যামেরায় পোজ দিতে শুরু করেন। এমনকী তিনি সেই সময় ধুমপানও করছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভিডিও বানানোর সময় সাপটিকে চুমু খেতে যান জিতেন্দ্র। তখনই বিষধর তাঁর জিভে ছোবল দেয়। সকলেই এই দৃশ্য দেখে শিউরে ওঠেন। প্রথমে ঠাওর করতে না পারলেও তারপর মাটিতে লুটিয়ে পড়েন জিতেন্দ্র। সঙ্গে সঙ্গে তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি ঘটলে বেসরকারি হাসপাতালে রেফার করা হয়। সেখানেই এখন আইসিইউতে চিকিৎসা চলছে তাঁর। অবস্থা সংকটজনক। এই ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই নিন্দায় মুখর নেটিজেনরা।
उत्तर प्रदेश के अमरोहा जिले के इस व्यक्ति ने सांप को पकड़ा,
फिर सांप के साथ खेलने लगा,
सांप से खुद की जीभ पर किस कराने जैसे करतब दिखाना शुरू किया,
अचानक सांप ने उसे जीभ पर ही काट लिया.
हालत गंभीर,
व्यक्ति अस्पताल में भर्ती है. pic.twitter.com/8roTgeI0ni— Priyanshu Mishra 🎭 (@Apka_Priyanshu) June 15, 2025
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.