Advertisement
Advertisement

Breaking News

Uber Trip

১৫ মিনিটের ভাড়া ৩৩ লক্ষ টাকা! উবেরে চেপে ঘটি-বাটি বিক্রি হওয়ার জোগাড় যুবকের

যুবকের ক্রেডিট কার্ড থেকে ভাড়া কেটে নেওয়া হবে, জানায় সংস্থা।

A Man from UK Charged Over Rupees 32 Lakh For 15-Minutes Uber Trip | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:October 8, 2022 4:00 pm
  • Updated:October 8, 2022 9:37 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উবের (Uber) চড়ে ভিটেমাটি বিক্রি হওয়ার জোগাড় যুবকের! প্রথমে তো ভেবেছিলেন দুঃস্বপ্ন দেখছেন। নচেত সাড়ে ছয় কিলোমিটার যাত্রায় উবের ভাড়া ৩২ লক্ষ ৫৬ হাজার টাকা হতে পারে নাকি! কিন্তু টাকার অংক ছিল বাস্তব, বুঝতে পেরে আত্মরাম খাঁচাছাড়া হওয়ার মতো অবস্থা হয় পেশায় শেফ ওই যুবকের। তারপর কী করলেন তিনি? তাঁকে কী ওই পরিমাণ টাকা গুনতে হল?

ব্রিটেনের বাসিন্দা যুবকের নাম অলিভার কাল্পান (Oliver Kaplan)। ২২ বছর বয়সি অলিভার ইংল্যান্ডের (England) ম্যানচেস্টার শহরে বাক্সটন ইন নামের একটি রেস্তরাঁর শেফ বা রন্ধনশিল্পী। সম্প্রতি তিনি উইচউডের (Wichwood) পাবে যাবেন বেল একটি উবের বুক করেছিলেন। উদ্দেশ্য ছিল বন্ধুদের সঙ্গে দেখা করা। তাদের সঙ্গে খানিক সময় কাটানো। সেই আনন্দে অবশ্যি ব্যাঘাত ঘটেনি প্রাথমিক ভাবে। সাড়ে ছয় কিলোমিটার দূরের গন্তব্যে উবেরে চেপে দ্রুত পৌঁছে যান তিনি। এর জন্য শুরুতে তাকে ভাড়া দেখানো হয় হাজার টাকা মতো। সময় মতো গাড়ি আসে নির্দিষ্ট স্থানে। ১৫-২০ মিনিটের মধ্যে গন্তব্যে পৌঁছে যান অলিভার।

Advertisement

[আরও পড়ুন: বড্ড বেশি লাস্যময়ী, সোশ্যাল মিডিয়ায় খোলমেলা ছবি, জিম থেকে তাড়ানো হল তরুণীকে]

এই অবধ সব ঠিক ছিল। গোল বাধে এরপর। পরদন সকালে ঘুম থেকে উঠে অলিভার দেখেন, ক্যাব সংস্থার তরফে তার কাছে মেসেজ পাঠানো হয়েছে, সেখানে বলা হয়েছে, গতকালের রাইড বাবদ ভাড়া বাকি রয়ে গিয়েছে তাঁর। তার পরিমাণ হল ৩২ লক্ষ টাকা। মেসেজে আরও বলা হয়, ওই টাকা অলিভারের ক্রেডিট কার্ড থেকে কেটে নেবে কোম্পানি। যদিও তা সম্ভব হয়নি। কারণ অত টাকা ছিলই না ২২ বছরের রন্ধনশিল্পী যুবকের ক্রেডিট কার্ডে। কিন্তু চুপ করে বসে থাকলে তো হবে না। অতএব, তড়িঘড়ি ক্যাব সংস্থার সঙ্গে যোগাযোগ করেন অলিভার।

Advertisement

[আরও পড়ুন: অন্যের সঙ্গে দুর্গা-দর্শনে আপত্তি, প্রেমিকাকে ধর্ষণ করে গলায় ক্ষুর চালাল প্রেমিক]

৩২ লক্ষ টাকা ভাড়া কীভাবে উঠল, সেই বিষয়ে খুলে বলেন তিনি। সব শুনে অবাক হন সংস্থার কর্মীরাও। এমন ঘটনা কেন ঘটল, কিছুতেই বুঝে উঠতে পারছিল না উবের কর্মীরাও। যদিও পরে রহস্যের সমাধান হয়। দেখা যায় ইংল্যান্ডের ম্যানচেস্টার শহরে যেমন রয়েছে উইচউড, তেমনই অস্ট্রেলিয়ায় অ্যাডিলেডের কাছে একটি জায়গা রয়েছে, যার নাম উইচউড। ম্যানচেস্টার থেকে যার দূরত্ব ১০ হাজার মাইল। অ্যাপে কোনও ভাবে ইংল্যান্ডের বদলে অস্ট্রেলিয়ার উইচউড চিহ্নিত হয়। তাতেই ঘটে যায় আজব কাণ্ড।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ