সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত কয়েক মাস ধরে অতিমারীর (Pandemic) সঙ্গে লড়াই চালাচ্ছে দেশ। কঠিন পরিস্থিতি সামাল দিতে লড়াইয়ের সামনের সারিতে থাকা চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নানা কার্যকলাপ নজরে এসেছে আগেই। এবার দেখা মিলল এক ডান্সার ডাক্তারবাবুর। তিনি অসমের শিলচর মেডিক্যাল কলেজের ইএনটি সার্জেন অরূপ সেনাপতি। রোগীদের স্বস্তি দিতে পিপিই কিট, ফেস শিল্ড পরেই কোভিড ওয়ার্ডে ‘ওয়ার’ ছবির ‘ঘুংরু’ গানে নেচে উঠলেন তিনি। সেই নাচের ভিডিও পোস্ট করেছেন তাঁরই সহকর্মী ড. সঈদ ফয়জন আহমেদ। রবিবার তিনি ভিডিওটি শেয়ার করার পরেই তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral video) হয়ে যায়।
ভিডিওয় ওই চিকিৎসকের নাচ দেখে বোঝা যাচ্ছে, তিনি নাচে রীতিমতো পারঙ্গম। তাঁর শরীরী মোচড়ে অনুশীলনের ছাপ স্পষ্ট। এমনকী নাচতে নাচতে আচমকাই মুখ থেকে ফেস শিল্ড খসে গেলে সেটিকে দ্রুত যথাস্থানে সরাতে গিয়েও তিনি এমনই ভঙ্গি করলেন যেন সেটা নাচেরই অংশ।
Meet my #COVID duty colleague Dr Arup Senapati an ENT surgeon at Silchar medical college Assam .
Dancing infront of COVID patients to make them feel happy #COVID19 #Assam pic.twitter.com/rhviYPISwO— Dr Syed Faizan Ahmad (@drsfaizanahmad) October 18, 2020
[আরও পড়ুন: সভায় যোগ দিতে গিয়ে চাষির মৃত্যু, উপেক্ষা করেই বক্তৃতা দিলেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া]
ইতিমধ্যেই ভিডিওটি ১ লক্ষ ৩৪ হাজার ৮০০টি ভিউ পেয়েছে। লাইক পড়েছে ১১ হাজার ৩০০টি। রিটুইট হয়েছে ২ হাজার ৪০০ বার। সেই সঙ্গে জমা পড়েছে অসংখ্য কমেন্ট। সারাদিনের পরিশ্রমের মধ্যেও এভাবে সকলকে বিনোদন দেওয়ার কথা ভাবার জন্য অরূপ সেনাপতির প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। কেবল চিকিৎসা নয়, তার পাশাপাশি রোগীদের খুশি রাখার ব্যাপারেও তাঁর সচেতনতা মন জিতেছে সকলের।
এই প্রথম এমন ভিডিও ভাইরাল হল তা নয়। এর আগে ড. রিচা নেগিকে দেখা গিয়েছিল ‘স্ট্রিট ডান্সার ৩ডি’ ছবির ‘গরমি’ গানের সঙ্গে নাচতে। সেই ভিডিওটিও ভাইরাল হয়েছিল। এভাবেই নানা সময়ে রোগীদের খুশি রাখতে এবং নিজেদের মন ভালো করতে কাজের অপরিসীম চাপের মধ্যে এমনই নানা কাণ্ড করতে দেখা গিয়েছে কোভিড যোদ্ধাদের।