Advertisement
Advertisement

Breaking News

Bihar

ভাইরাল ভিডিওয় বেঁচে উঠলেন ‘মৃত’ ব্যক্তি, ৩ বছর পর জেলমুক্ত ‘খুনি’

‘মৃত’কে আদালতে ডেকে পাঠানোর পর ‘খুনি’কে মুক্তি দেয় আদালত।

Bihar man presumed murdered found alive, accused released from jail
Published by: Gopi Krishna Samanta
  • Posted:June 6, 2025 8:05 pm
  • Updated:June 6, 2025 8:05 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনবছর আগে ট্রেনের মধ্যে মোবাইল চুরিকে কেন্দ্র করে দুই ব্যক্তির মধ্যে বচসা হয়। সেই ঘটনায় এক ব্যক্তি মারা যায় বলে অভিযোগ ছিল। খুনের অভিযোগ তিন বছর ধরে জেলে ছিলেন অপর ব্যক্তি। এদিকে ‘মৃত’ ব্যক্তির হদিশ মিলতেই ‘খুনি’কে মুক্তি দিল আদালত।

জানা গিয়েছে, জেলে থাকা ব্যক্তির নাম নরেন্দ্র দুবে। তিনি উত্তর প্রদেশের অযোধ্যার খেমাসারাই গ্রামের বাসিন্দা। এদিকে যে ব্যক্তিকে খুন করা হয়েছিল বলে অভিযোগ করা হয়েছিল তিনি বিহারের বাসিন্দা। সম্প্রতি একটি ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়। ওই ভিডিওতে ‘মৃত’ ব্যক্তিকে শ্বশুরবাড়ির গ্রামে ঘুরে বেড়াতে দেখা যায়।

ওই ভিডিও ভাইরাল হতেই ‘মৃত’ ব্যক্তিকে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দেন বিচারক। তিনি শাহজাহানপুর আদালতে হাজিরা দিতেই খুনের অভিযোগে জেলে থাকা নরেন্দ্রকে বিনা শর্তে মুক্তি দেওয়ার নির্দেশ দেওয়া হয়। শাহজাহানপুর আদালতের সরকারী আইনজীবী শ্রীপাল ভার্মা বলেন, “মৃত ব্যক্তি বাস্তবে জীবিত রয়েছেন। তিনি আদালতে হাজিরা দেওয়ার পরই বিচারক জেলে থাকা ব্যক্তিকে বিনা শর্তে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন।”

জানা গিয়েছে, ২০২২ সালে ১৬ ডিসেম্বর দিল্লি-অযোধ্যা এক্সপ্রেসের ডি২ কামরায় মোবাইল চুরি নিয়ে দুই ব্যক্তির মধ্যে হাতাহাতি হয়। সেই সময় একজন অপরজনকে ট্রেন থেকে ঠেলে ফেলে দেন বলে অভিযোগ। ঘটনার পরদিন একটি মৃতদেহ উদ্ধার হয়। সেই মৃতদেহটি শনাক্ত করেন কয়েকজন। এরপরই খুনের অভিযোগে দেবেন্দ্রকে গ্রেপ্তার করেছিল পুলিশ। তারপর থেকেই তাঁর ঠিকানা হয়েছিল জেল। আর এবার ভাইরাল ভিডিওর দৌলতে ‘শাপমুক্তি’ হল নরেন্দ্রের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement