Advertisement
Advertisement

Breaking News

ভিলেন কি 5G? মেক্সিকোয় উড়ন্ত অবস্থায় মৃত্যু একঝাঁক পাখির, দেখুন ভিডিও

মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মেক্সিকোর চিহুয়াহুয়া শহরে।

Flock Of Birds Falls Out Of Sky And Dies in Mexico
Published by: Kishore Ghosh
  • Posted:February 16, 2022 5:46 pm
  • Updated:February 16, 2022 6:56 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আকাশ কালো করে উড়ে যাচ্ছিল কয়েক হাজার পাখির একটি ঝাঁক। হঠাৎই আছড়ে পড়ল তারা মাটিতে। বেশ কিছু পাখি পতন সামলে কোনও মতে উড়ে গেলেও, কয়েক সেকেন্ড পরে দেখা গেল কয়েকশো পাখির প্রাণহীন দেহ পড়ে আছে শহরের রাস্তায়, বাড়ির ছাদে। সম্প্রতি মেক্সিকোর চিহুয়াহুয়া (Chihuahua of Mexico) শহরের এমনই একটি সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে। তাতেই দেখা গিয়েছে মন খারাপ করা এই দৃশ্য। এভাবে পাখিদের মৃত্যু নিয়ে শুরু হয়েছে হাজারও জল্পনা।

স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, মেক্সিকোর চিহুয়াহুয়ায় ঘটনাটি ঘটে গত ৭ ফেব্রুয়ারি সকালে। পুলিশ জানিয়েছে, তারা নির্দিষ্ট অঞ্চল থেকে সকাল আটটা কুড়ি নাগাদ ফোন পায়। স্থানীয়রাই হলুদ মুখওলা কালো রঙের একঝাঁক পাখির মৃত্যুর কথা জানায়। পুলিশ দ্রুত ঘটনাস্থালে পৌঁছলেও পাখিদের বাঁচানো যায়নি। ভিডিও ফুটেজের শেষের দিকে দেখা গিয়েছে, অসংখ্য পাখির নিথর শরীর পড়ে আছে শহরের রাস্তায়, ফুটপাথে। কিন্তু এভাবে মর্মান্তিক মৃত্যু হল কেন পাখিদের?

Advertisement

[আরও পড়ুন: নজিরবিহীন! টানা ১৪ মাসে ৭৮ বার করোনা আক্রান্ত হয়ে রেকর্ড গড়লেন প্রৌঢ়]

বিষয়টি নিয়ে ধোঁয়াশা থাকলেও সোশ্যাল মিডিয়ায় (Social Media) নানারকম গুঞ্জন শুরু হয়েছে। কারও কারও মতে 5G নেটওয়ার্কই পাখিদের মৃত্যুর কারণ। মেক্সিকোর একটি সংবাদপত্রের মতে হিটার বা এই ধরনের কোনও বৈদ্যুতিন যন্ত্রের তারের সংস্পর্ষে এসে শক লাগায় পাখিদের মৃত্যু হতে পারে। কারও মত, শহরের মাত্রাছাড়া দূষণই প্রাণ কেড়েছে পাখিদের। যদিও পরিবেশবিদ ড. রিচার্ড ব্রাউটন অন্য কথা বলেছেন। 

[আরও পড়ুন: চিনকে ধাক্কা, দিল্লি-সহ একাধিক জায়গায় Huawei-এর অফিসে আয়কর হানা]

একটি সংবাদ মাধ্যমকে তিনি জানান, ঈগলের মতো কোনও বড় পাখির তাড়া খেয়ে টাল সামলাতে না পেরে কোনও বাড়িতে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যায় পাখির ঝাঁকটি। রিচার্ড বলেন, “কোনও শক্তিশালী বড় পাখি তাড়া করলে এমন ঘটনা ঘটে থাকে। কয়েক হাজার পাখির এই ঝাঁকটির সঙ্গে তেমন ঘটনা ঘটতে পারে। হতে পারে বড় পাখির তাড়া খেয়ে বিপজ্জনকভাবে বাঁক নিতে গিয়ে কোনও উঁচু বাড়িতে ধাক্কা খেয়ে মাটিতে আছড়ে পড়ে পাখির ঝাঁকটি।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ