সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোশাল মিডিয়া মানে মাঝেমধ্যেই বিভিন্ন ট্রেন্ড। আর তাতেই গা ভাসাতে দেখা যায় নেটিজেনদের। সম্প্রতি কাচের গ্লাসে হলুদ মিশিয়ে ভিডিও করে সামাজিক মাধ্যমে আপলোড করতে দেখা যাচ্ছে নেটনাগরিকদের। এক চামচ হলুদ, মোবাইলের ফ্ল্যাশলাইট, আর কাচের গ্লাসে জল। এই নিয়েই ম্যাজিক দেখাচ্ছেন সকলে। ব্যাপারটা কী?
নতুন এই ট্রেন্ডের নাম গ্লোয়িং ওয়াটার। বর্তমানে ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে এই ট্রেন্ড। গৃহস্থের সামান্য কিছু জিনিস ব্যবহার করেই এই ট্রেন্ডে গা ভাসাচ্ছেন নেটিজেনরা। অনেকেই আবার মজা করে বলছেন, যেভাবে হলুদ দিয়ে ভিডিও বানানো শুরু হয়েছে, তাতে মহার্ঘ হতে চলেছে রান্নাঘরের এই উপাদানটি। সে যাই হোক, নেটিজেনরা কিন্তু মজে রয়েছেন গ্লোয়িং ওয়াটার ট্রেন্ডে।
View this post on Instagram
আপনি যদি এখনও নয়া এই ভিডিও তৈরি করে না থাকেন, তাহলে চটপট তৈরি করে ফেলুন আর ছড়িয়ে দিন আপনার সামাজিক মাধ্যমে। এখন প্রশ্ন হল, ভিডিও তৈরির জন্য কী করতে হবে? প্রথমে আপনাকে ফোনের ফ্ল্যাশলাইট চালু করতে হবে। এরপর ফোনটাকে উপুড় করে ফ্ল্যাশলাইটের উপর জলভর্তি একটি কাচের গ্লাস রাখতে হবে। এরপর নিভিয়ে দিতে হবে ঘরের আলো। আলো নিভিয়ে দেওয়ার পর কাচের গ্লাসের ভিতর এক চিমটে হলুদ গুঁড়ো বা একটা ভাঙা ভিটামিন বি২ ক্যাপসুল ফেলে দিতে হবে। এরপরেই শুরু হবে আলোর ম্যাজিক। হলুদ বা ক্যাপসুল যত জলের সঙ্গে মিশতে শুরু করবে তত মোহময়ী হয়ে উঠবে আপনার ঘরের সৌন্দর্য। এই মুহূর্তেই অন্য মোবাইল থেকে ভিডিও করে রাখুন সেই সময়ের, আর ছড়িয়ে দিন নিজের সোশাল মিডিয়া অ্যাকাউন্টে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.