Advertisement
Advertisement

Breaking News

বিলেতে মেয়ের জন্য ১২ জন পরিচারক নিয়োগ ভারতীয় ধনকুবেরের, খরচ কত জানেন?

একজন চাকরের কাজ শুধু মেয়ের ঘুম ভাঙানো।

Indian billionaire appoints 12 servants for daughter studying in London
Published by: Subhajit Mandal
  • Posted:September 12, 2018 4:18 pm
  • Updated:September 12, 2018 4:18 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেয়েকে কে না ভালবাসে। মেয়ের ভাল থাকা মন্দ থাকা এসব নিয়ে বাবা-মা বিশেষ করে বাবা সবসময় চিন্তিত। ভারতীয় বাবা হলে তো কথায় নেই। মেয়ে যে ‘হৃদয়ের টুকরো’ তাই তাঁর নিরাপত্তা, সুবিধা অসুবিধা এসবে একদম খামতি রাখতে চান না এদেশের বাবারা। এদেশে থাকলে ভারতীয় জনকদের মূল দুঃশ্চিন্তা মেয়ের নিরাপত্তা। কারণ, এদেশের বড় শহরগুলিতেও মেয়েদের নিরাপত্তা নিশ্চিত নয়। বিদেশে অবশ্যি নিরাপত্তা নিয়ে খুব একটা চিন্তা নেই। কিন্তু বিদেশে থাকলে অন্য চিন্তা। মেয়েটা ঠিকমতো খেল তো? সময়মতো ঘুমতে গেল তো? কোনও সমস্যা হল না তো?

[OMG! পেট্রল বা ডিজেলে নয়, এই বাইকটি চলে ভদকায়!]

এইসব দুঃশ্চিন্তা দূর করতে এক ভারতীয় বাবা যা করলেন তা রীতিমতো চোখ কপালে তোলার মতো। মেয়ে পড়াশোনার জন্য কয়েক বছর কাটাবে ব্রিটেনে। তাই মেয়ের জন্য রীতিমতো একটি ম্যানশন কিনে ফেললেন এই ভারতীয় ধনকুবের। কিন্তু খালি ম্যানসন কিনলে তো আর চলে না, ভারতীয় খাবার না খেতে পেলে মেয়ের আবার পেট ভরে না। তাই ব্রিটেনে মেয়ের যত্ন-আত্তিরের জন্য মোট ১২ জন ‘বিলিতি চাকর’ ভাড়া করার বিজ্ঞাপন দিলেন ভারতীয় ধনকুবের। ইংল্যান্ডের বিখ্যাত দৈনিক ‘The Sun’ এ ওই ভারতীয় ধনকুবের মেয়ের জন্য ১২ জন চাকরের বিজ্ঞাপন দিয়েছেন। কেউ মেয়ের জন্য রান্না করবেন, কেউ মেয়ের জন্য বাজার করবেন। কেউ জামা কাপড় কাচবেন। একজন চাকরের নাকি কাজই হল মেয়েকে সময়মতো ঘুম থেকে তোলা এবং ঘুম পাড়ানো।

Advertisement

[হাতি তাড়াবে মৌমাছি! অভিনব ব্যবস্থা ভারতীয় রেলের]

আর এই ১২ জন বিলেতি চাকরের জন্য ওই ভারতীয় ধনকুবেরের কত টাকা খরচ হচ্ছে জানেন। না খুব বেশি নয়, মাসে মোটে ২৮ লক্ষের মতো। এই টাকায় একজন ভারতীয় ছাত্রের সারা জীবনের পড়াশোনার খরচ হয়ে যেতে পারে। এই খবর প্রকাশ্যে আসার পরই নেটিজেনরা ওই ভারতীয় ধনকুবেরকে কটাক্ষে বিঁধছেন। কেউ কেউ বলছেন, এত ঝক্কি না করে, পুরো কলেজটাকেই তো ভারতে নিয়ে চলে আসতে পারতেন।

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ