Advertisement
Advertisement

Breaking News

Government Job

মাথা ঠুকলেই পাকা সরকারি চাকরি! এই মন্দিরে ভিড় চাকরিপ্রার্থীদের

কোথায় এই মন্দির?

Locals believe that if you make a vow at this temple, you will get a government job
Published by: Subhankar Patra
  • Posted:June 4, 2025 9:57 pm
  • Updated:June 4, 2025 9:57 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সরকারি চাকরি। দেশের যে-কোনও যুবক-যুবতীর কাছে স্বপ্ন। রাজ্য হোক বা কেন্দ্রীয় সরকারের চাকরি পেলেই হিল্লে! শুধু আর্থিক দিক শক্ত করে তা নয়, যে চাকরি পায় তাঁর সামাজিক জনপ্রিয়তাও বৃদ্ধি করে। সমাজে সরকারি চাকরিজীবীকে অন্য নজরে দেখা হয়। কিন্তু এই চাকরি পাওয়া কি খুব সহজ? দিনের পর দিন কঠোর পরিশ্রমের পরই সাফল্য আসে। অনেকে ভগবানের আর্শিবাদেও বিশ্বাস করেন। রাজস্থানে এমন এক মন্দির কথা জানা যাচ্ছে যেখানে না কি, মানত করলে সরকারি চাকরি পাকা! কোথায় এই মন্দির? কেন এই রকম মনে করছেন সবাই?

রাজস্থানের জয়পুরের অন্তেলা। ছোট গ্রাম। অনেকেই নাম শোনেন নি। কিন্তু এখন ওই গ্রামের নাম লোকের মুখে, মুখে। কারণ এই গ্রামেই রয়েছে সেই মন্দির। যেখানে চাকরির মনকামনা নিয়ে মানত করলেই তা পূর্ণতা পায়।এক ইউটিউবার পবন গুপ্ত জানিয়েছেন এই মন্দিরের নাম অন্তেলা কুন্দা ধাম। এখানে সরকারি চাকরির জন্য প্রস্তুতির জন্য চাকরিপ্রার্থীরা মানত করলেই তা পূর্ণতা পায়। এমন কেন বলা হচ্ছে?

জানা গিয়েছে, এই মন্দিরের আশেপাশে যাঁদের বাড়ি  তাঁদের বাড়িতে কম করে একজন করে কোনও না কোনও সরকারি দপ্তরে কর্মরত। স্থানীয়দের বিশ্বাস এখানে কিছু চাইলে দেবতা খালি হাতে ফেরান না। মন্দিরের দেবতা খুব জাগ্রত বলেই দাবি স্থানীয়। মন্দিরে মানত করলেই সরকারি চাকরি পাওয়া যায় খবর চাউর হতেই ভিড় বাড়ছে মন্দিরে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement