সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়ংকর দৃশ্য দেখে অনেকেরই কবির সুমনের গান ‘একটুর জন্য’র কথা মনে পড়ে। ট্রেন দুর্ঘটনায় (Rail Accident) মৃত্যু হওয়ার কথাই ছিল এক ব্যক্তির, কিন্তু একটুর জন্য পৈতৃক প্রাণ বাঁচল ওই ভদ্রলোকের। মুম্বইয়ের শিবদি স্টেশন (Shivdi station in Mumbai) সংলগ্ন রেল লাইনের এমনই এক ভিডিও (Video) সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় (Social Media)।
আঁতকে ওঠার মতো ভিডিওটি টুইটারে (Twitter) পোস্ট করেছে ভারতের রেল মন্ত্রক। ভিডিওটি আসলে মুম্বইয়ের শিবদি স্টেশনের সিসিটিভি (CCTV) ফুটেজ। যেখানে দেখা গিয়েছে, চলন্ত ট্রেন দেখেও এক ব্যক্তি প্রথমে রেল লাইনে আধশোয়া হন। পরে পুরোপুরি শুয়েই পড়েন। সম্ভবত আত্মহত্যা করতে চেয়েছিলেন তিনি। কিন্তু তৎপর ট্রেনের চালক বিষয়টি বুঝতে পেরেই দ্রুত এমার্জেন্সি ব্রেক কষে ওই ব্যক্তির খুব কাছেই ট্রেনটিকে দাঁড় করিয়ে দেন। ফলে বেঁচে যান ওই ব্যক্তি। এর মধ্যে বিষয়টি লক্ষ্য করেন স্টেশনের আরপিএফ (RPF) কর্মীরা। তাঁরা ছুটে এসে রেল ট্র্যাক থেকে ওই ব্যক্তিকে টেনে তুলে সরিয়ে দেন। সিসিটিভি ফুটেজের টাইম-স্পটে দেখা গিয়েছে সকাল ১১টা বেজে ৫৪ মিনিট নাগাদ ঘটনাটি ঘটে।
मोटरमैन द्वारा किया गया सराहनीय कार्य : मुंबई के शिवड़ी स्टेशन पर मोटरमैन ने देखा कि एक व्यक्ति ट्रैक पर लेटा है उन्होंने तत्परता एवं सूझबूझ से इमरजेंसी ब्रेक लगाकर व्यक्ति की जान बचाई।
आपकी जान कीमती है, घर पर कोई आपका इंतजार कर रहा है। pic.twitter.com/OcgE6masLl
— Ministry of Railways (@RailMinIndia) January 2, 2022
টুইটারে ভিডিওটি পোস্ট করার পাশাপাশি রেল মন্ত্রকের তরফে লেখা হয়েছে, “মুম্বইয়ের শিবদি স্টেশনের একটি ঘটনায় প্রশংসনীয় কাজ করেছেন ট্রেনের মোটরম্যান। রেল লাইনে এক ব্যক্তি শুয়ে পড়েছিলেন, এমার্জেন্সি ব্রেক কষে গাড়ি থামিয়ে ওই ব্যক্তিকে বাঁচিয়েছেন মোটরম্যান তথা চালক। মনে রাখবেন, আপনার জীবন অমূল্য, বাড়িতে কেউ আপনার জন্য অপেক্ষা করছেন।”
স্বাভাবিক কারণেই ভারতীয় রেলের ওই ভিডিওটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এখনও পর্যন্ত এক লাখের বেশি ভিউ হয়ে গিয়েছে। অনেকেই প্রশংসা করেছেন ওই ট্রেনের চালকের, অনেকে লাইনে শুয়ে পড়া ব্যক্তির বেপরোয়া আচরণের সমালোচনাও করেছেন। তবে ওই ব্যক্তি আত্মহত্যা করতেই রেল লাইনে শুয়ে পড়েছিলেন কিনা সেই বিষয়ে কিছু জানা যায়নি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.