Advertisement
Advertisement
Murder-accused

জেলে বসেই পরীক্ষা, IIT প্রবেশিকায় পাশ করে নজির খুনের আসামির

IIT প্রবেশিকায় ৫৪ ব়্যাঙ্ক করেছেন সূরজ।

Murder-accused cracks IIT entrance | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:March 27, 2022 5:20 pm
  • Updated:March 27, 2022 5:26 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি তথা মহাকাশ বিজ্ঞানী আবদুল কালাম (APJ Abdul Kalam) বিশ্বাস করতেন মানুষের ভাগ্য লেখে মানুষ নিজেই। তার জলজ্যান্ত উদাহরণ হতে পারেন বিহারের সূরজ কুমার যাদব। যিনি খুনের আসামি, জেলবন্দি, তিনিই আইআইটি (IIT) প্রবেশিকায় পাশ করে নজির সৃষ্টি করলেন। ভবিষ্যতে ড. কালামের মতোই বিজ্ঞানী হতে চান, জানিয়েছেন সূরজ।

বিহারের নওয়াদা জেলার মোসমা গ্রামের বাসিন্দা সূরজ। বরাবরই ভাল ছাত্র সে। রাজস্থানের কোটায় আইআইটির প্রবেশিকায় বসবেন বলে পড়াশোনাও করছিলেন। কিন্তু ছাত্রবস্থায় একটি ড্রেন নিয়ে ঝামেলায় মোড় বদলে যায় জীবনের। প্রতিবেশী সঞ্জয় যাদবকে খুনের অভিযোগ ওঠে সূরজ ও তাঁর দাদার বিরুদ্ধে। ওই ঘটনার পর থেকেই গ্রামছাড়া ছিল সূরজের পরিবার। এর মধ্যে মহামারীতে দেশজুড়ে লকডাউন হয়। ওই পরিস্থিতিতে ২০২১ সালের এপ্রিলে গ্রামে ফেরে সূরজ ও তাঁর পরিবার। এরপরেই প্রতিবেশীকে খুনের অভিযোগে গ্রেপ্তার করা হয় সূরজ ও তাঁর দাদাকে।

Advertisement

[আরও পড়ুন: যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে পালিয়ে দিল্লিতে প্রেমিকা, বিমানবন্দরেই বিয়ের প্রস্তাব তরুণের]

তারপর থেকেই নওয়াদা জেলের অন্ধকার কুঠুরিতে বন্দি সূরজ। এই পর্যায়ে মাথায় উঠেছিল পড়াশোনা, আইআইটি-র স্বপ্ন। কিন্তু জেল সুপার মানুষটা ছিলেন অন্যরকম। ভাল ছাত্র বুঝে তিনিই সূরজকে উৎসাহিত করেন। জীবনের দুর্বিপাকে বিষণ্ন তরুণকে চাঙ্গা করেন। বই-খাতা-পেন দেওয়া থেকে শুরু করে পড়াশোনার সব ব্যবস্থা করে দেন। এমন অভিভাবক পেয়ে বদল আসে সূরজের মধ্যেও। আইআইটি প্রবেশিকার জন্য নিষ্ঠার সঙ্গে পড়াশোনা শুরু করেন তিনি। প্রবেশিকার প্রস্তুতির জন্য এক মাসের প্যারোলও মঞ্জুর হয় সূরজের। সেই মুক্তিকে কাজে লাগান সূরজ। হাতে-নাতে ফলও মেলে।

Advertisement

সম্প্রতি আইআইটি-র প্রবেশিকা পরীক্ষায় বসেছিলেন সূরজ। যার ফল বেরোতে দেখা যায় বিরাট কাণ্ড করে ফেলেছেন সূরজ। ৫৪ ব়্যাঙ্ক করেছেন। কিন্তু তিনি তো জেলবন্দি, খুনের আসামী!

[আরও পড়ুন: এবার গ্রামে গ্রামে মিলতে পারে আইনি পরিষেবা, অভিনব প্রস্তাব সুপ্রিম কোর্টের বিচারপতির]

সূরজ বলেছেন, জীবনের উত্থান-পতন নিয়ে এখন ভাবতে রাজি নন। তাঁর বিশ্বাস শীঘ্রই খালাস পাবেন। আর তারপরেই আইআইটিতে ভরতি হয়ে পড়াশোনা শুরু করে দেবেন। ভাঙা স্বপ্ন জোড়া দিতে চান সূরজ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ