Advertisement
Advertisement
moving train of lights

উত্তরপ্রদেশের আকাশে UFO? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল রহস্যময় আলোর ভিডিও ও ছবি

আকাশে চলন্ত আলোর বিন্দু দেখে অনেকেই প্রার্থনায় বসে পড়েন!

Mysterious 'moving train' of lights in Uttar Pradesh cities leave people baffled | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:September 13, 2022 4:10 pm
  • Updated:September 13, 2022 9:26 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশের (Uttar Pradesh) আকাশে ইটি (ET)? বাঙালি বলছে, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের উপন্যাস! অনেকের বক্তব্য, এ তো হলিউডের সাইফাই ভিসুয়াল এফেক্ট! অথবা বাস্তবেই রূপকথার সঙ্গেই দেখা হয়েছিল স্থানীয়দের! সন্ধের আকাশে দেখা গেল ভেসে যাচ্ছে রহস্যময় ‘আলোর ট্রেন’! ফোটা ফোটা চলন্ত আলোর বিন্দুর দেখে যেমন মুগ্ধ হয়েছেন স্থানীয়রা, তেমনই ভয় পেয়েছেন অনেকে। আদতে জিনিসটা কী? খারাপ কিছু না তো?

সোমবার সন্ধেবেলা দেখা যায় ওই ‘জীবন্ত’ আলোর বিন্দুদের। যা আকাশের এক দিকে থেকে সরে সরে যাচ্ছিল আরেক দিকে। কেউ কেউ বলেন স্বর্গীয় ঘটনা। সৌভাগ্য, সমৃদ্ধি আনবে। কল্পনাপ্রবণ অনেকের সন্দেহ ইউএফও (UFO) বুঝি। অনেকেই আকাশের রহস্যময় আলোর বিন্দুর ছবি ও ভিডিও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল ছবি ও ভিডিও দেখে নানান দাবি তুলেছেন নেটিজেনরা। কিছু মানুষ মনে করছেন, ওই আলো আসলে মৃত মানুষের আত্মা।

Advertisement

[আরও পড়ুন: ‘কংগ্রেসের আর কোথাও কোনও অস্তিত্ব নেই’, গুজরাটে দাঁড়িয়ে দাবি কেজরিওয়ালের]

জানা গিয়েছে, আকাশে চলন্ত আলো দেখে অনেকেই বাড়ির ছাদে প্রার্থনায় বসে পড়েন পরিবারের মঙ্গল কামনায়। লখনৌ (Lucknow), কানপুরের (Kanpur) মতো বড় শহরগুলি ছাড়াও যোগীরাজ্যের আউরাইয়া, কনৌজ, ইটাওয়া, কায়মগঞ্জ, ফারুখাবাদ, সীতাপুরের আকাশেও চলন্ত আলো দেখা গিয়েছে সোমবার। ইটাওয়ার কয়েকজন প্রত্যক্ষদর্শী দাবি করেছেন, সাদা নয়, কমলা তারের মতো একটি লাইন দেখতে পেয়েছেন তাঁরা। অনেকেই এই রহস্য সমাধানে নাসা ও ইসরোকে ট্যাগ করেছেন আকাশের আশ্চর্য আলোর ছবি।

[আরও পড়ুন: মর্মান্তিক! চার্জে বসানো ফোন ফেটে মৃত্যু উত্তরপ্রদেশের খুদের]

যদিও বেশ কিছু মিডিয়ার দাবি, এটি আসলে স্টারলিংক স্যাটেলাইট (Starlink-51 Satellite)। বিশ্বের ধনীতম ব্যক্তি ইলন মাস্কের (Elon Musk) সংস্থার স্পেসএক্সের কৃত্রিম উপগ্রহ। গত ফেব্রুয়ারিতে পাঞ্জাবে (Punjab) এমন আলো দেখা গিয়েছিল। পরে জানা যায়, সেগুলি স্টারলিঙ্ক স্যাটেলাইটের আলো। বিশ্বজুড়ে স্যাটেলাইটের একটি অবিচ্ছেদ্য নেটওয়ার্ক গড়ে তুলতে চাইছেন মাস্ক। যার মাধ্যমে গোটা বিশ্বে ইন্টারনেট পরিষেবা দিতে চান তিনি। স্টারলিঙ্কের স্যাটেলাইটের এমন ছবি সোশ্যাল মিডিয়ায় (Social Media) প্রায়শই দেখা যায়। তাই চলন্ত আলো নিয়ে জল্পনার কিছু নেই বলেই দাবি বেশ কিছু মিডিয়ার। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ