BREAKING NEWS

৭ আশ্বিন  ১৪৩০  সোমবার ২৫ সেপ্টেম্বর ২০২৩ 

READ IN APP

Advertisement

ভিটামিন ট্যাবলেট ভেবে স্বামীর দামি এয়ারপড গিলে ফেললেন তরুণী, তার পর যা ঘটল…

Published by: Kishore Ghosh |    Posted: September 16, 2023 9:19 pm|    Updated: September 16, 2023 9:19 pm

US Woman Accidentally Swallows Husband's AirPod Mistaking It For Vitamin Pill | Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুরুজনরা বারবার পরামর্শ দেন, হুটোপুটি নয়, কাজ করতে হবে ঠান্ডা মাথায়। যদিও সেকথা মনে থাকে না সব সময়। তার ফলও ভুগতে হয়। ব্যস্ত হয়ে ওষুধ খেতে গিয়ে যেমন বিপজ্জনক কাণ্ড করে বসলেন এক মার্কিন (America) তরুণী। ভিটমিন ট্যাবলেট ভেবে জল দিয়ে গিলে খেলেন স্বামীর দামি এয়ারপড (AirPod)। তার পর চরম ভোগান্তি!

আজব কাণ্ড করে বসেন ৫২ বছরের ট্যানা বার্কার। ঘটনার দিন বান্ধবীর সঙ্গে প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন তিনি। কথা বলতে বলতে বাড়ি থেকে খানিক দূরে চলেও গিয়েছিলেন। হঠাৎই মনে পড়ে, আজ ভিটামিন ট্যাবলেট খেতে ভুলে গিয়েছেন। তবে কিনা ওষুধ ছিল জামার পকেটেই। সঙ্গে জলের বোতলও ছিল। অতএব, দেরি না করে এক জায়গায় দাঁড়িয়ে জল দিয়ে গিলে খান ওষুধ। কিন্তু কয়েক সেকেন্ড পরেই বুঝতে পারেন বিরাট গোলমাল হয়েছে। ওষুধের বদলে স্বামীর বহুমূল্য এয়ারপড খেয়ে ফেলেছেন। ওষুধ আর এয়ারপড গুলিয়ে গেল কী করে?

[আরও পড়ুন: তিন মাসে ১৭৯ শিশুর মৃত্যু, চরম অব্যবস্থা মহারাষ্ট্রের জেলা হাসপাতালে, কাঠগড়ায় সরকার]

যেহেতু স্বামীর এয়ারপড আর নিজের ওষুধ দুটোই সঙ্গে করে বেরিয়েছিলেন। রেখেছিলেন এক পকেটে। এর ফলেই হয় বিপত্তি। ভুল করে এয়ারপড জোরার একটিকে ওষুধ ভেবে গিলে ফেলেন। তার পর? বাড়ি ফিরে স্বামীকে ঘটনার কথা জানান ট্যানা। সব শুনে হাসিতে ফেটে পড়েন তিনি। যদিও এর ফলে কী হতে পারে ভেবে ভয় পাচ্ছিলেন যুগল। শেষ পর্যন্ত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করেন তাঁরা। সব শুনে চিকিৎসক জানান, শ্বাসনালিতে আটকায়নি যখন, তখন মলের সঙ্গে এয়ারপড বেরিয়ে যাবে বলেই আশা করা যায়।

[আরও পড়ুন: ভোটের মুখে প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা খোদ ছত্তিশগড়ের উপমুখ্যমন্ত্রীর, আশঙ্কায় কাঁপছে কংগ্রেস]

বাস্তবেও তাই হয়। পরদিন মলের সঙ্গে বেরিয়ে আসে ট্যানার স্বামীর বহুমূল্য এয়ারপড। হাফ ছেড়ে বাঁচেন যুগল। সোশাল মিডিয়ায় সক্রিয় ট্যানা গোটা ঘটনা একটি টিকটক ভিডিওতে শেয়ার করেন ভক্তদের সঙ্গে। যা ভাইরাল হয়। সকলেই বলছেন এযাত্রায় বড় বাঁচা বেঁচেছেন। 

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে