সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাপের ফল আর কাকে বলে! শুল্ক আধিকারিকদের চাপে কলা খেয়ে জেরবার উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বাসিন্দা ইন্তেজার আলি। নেপথ্য আটটি সোনার বিস্কুট (Gold Bar)। পাচারের জন্য যা গিলে খেয়েছিলেন তিনি। যদিও মুম্বই বিমানবন্দরে (Mumbai Airport) ধর পড়ে যান যুবক। ফলে পাচার তো ভেস্তে গেছেই, এইসঙ্গে গুচ্ছের কলা খেয়ে এখন নাকাল অবস্থা তাঁর।
৩০ বছরের ইন্তেজার আলিকে মুম্বই বিমানবন্দরে পাকড়াও করেন শুল্ক দপ্তরের আধিকারিকরা। সন্দেহ হওয়ায় মেডিক্যাল পরীক্ষার জন্য তাঁকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। সেখানে এক্স-রে এবং সিটি স্ক্যান হয় তাঁর। তাতে ধরা পড়ে যুবকের ক্ষুদ্রান্ত্র এবং বহদান্ত্রে মোট ৮টি সোনার বিস্কুট রয়েছে। এরপর তাঁকে মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়। চিকিৎসকরা ইন্তেজারকে হাই ফাইবার ডায়েটে রাখেন।
খেতে দেওয়া হয় দিনে ৩ লিটার জল, প্রচুর পরিমাণ সবুজ শাকসবজি এবং কম করে ১২টি করা কলা। যাতে করে অস্ত্রোপচার ছাড়াই উদ্ধার করা যায় পাচারের সোনার বিস্কুটগুলি। চিকিৎসকরা নিশ্চিত ছিলেন হাই ফাইবার ডায়েটের ফলে মলের সঙ্গে বেরিয়ে আসবে বহুমূল্য বিস্কুট। বাস্তবিক তাই হয়েছে। টানা ৩ দিন হাই ফাইবার ডায়েটের পর যুবকের মল থেকেই ৮টি বিস্কুট উদ্ধার সম্ভব হয়েছে। যার ওজন ২৫০ গ্রাম, বাজার মূল্য ১৩ লক্ষ টাকা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.