Advertisement
Advertisement

Breaking News

গোয়ালঘরে ‘অনুপ্রবেশ’, গরুর লাথি খেয়ে বেহুঁশ শিয়াল

গোটা গ্রামের আকর্ষণের কেন্দ্রে এই শিয়ালটি।

Villagers save ailing jackal
Published by: Subhajit Mandal
  • Posted:January 21, 2019 4:32 pm
  • Updated:January 21, 2019 7:57 pm

অরূপ বসাক, মালবাজার: উদ্দেশ্য ছিল গরুকে আক্রমণ করা। কিন্তু তা করতে গিয়ে নিজেই বিপদে পড়ল শিয়াল। গরুর রোষের মুখে পড়ে নিজেরই প্রাণ যায় যায়। শেষ পর্যন্ত গ্রামবাসীদের তৎপরতায় রক্ষে পেল ধূর্ত পশুটি।

[নিথর মা’কে জাগিয়ে তোলার চেষ্টা, বেদনার প্রতিচ্ছবি কাটোয়ায়]

গোয়ালঘরে গরুর ওপর আক্রমণ করতে এসে গরুর লাথিতে অজ্ঞান বিরাট শিয়াল। বাড়ির লোকের শুশ্রুষায় জ্ঞান ফিরলেও হাঁটা চলার ক্ষমতা হারিয়েছে শিয়ালটি। মালবাজার মহকুমার শান্তি কলোনি এলাকার ঘটনা। গরুর মালিক মোসারেফ হোসেন বলেন, ‘আমাদের এলাকায় খুব শিয়ালের  অত্যাচার। দিনে, রাতে সবসময় শিয়াল চলে আসে গ্রামে। খেয়ে নেয় হাঁস-মুরগি। গ্রামবাসীরা এমনিতেই আতঙ্কে ভোগে।’

Advertisement

[প্রতিটি বাড়িতেই ঢুকে পড়ছে বিষধর সাপ! আতঙ্ক মালদহে]

সোমবার গভীর রাতে আমার গোয়ালঘরে ঢুকেছিল এই শিয়ালটি। গরুর ওপর আক্রমণের আগেই গরুর লাথিতে জ্ঞান হারায় শিয়াল। রাতেই শিয়ালের মাথায় জল ঢেলে জ্ঞান ফেরায় বাড়ির লোকেরা। এরপরই তারঘেরা বনদপ্তরকে খবর দেওয়া হয়। শিয়ালটির আঘাত গুরুতর, খাঁড়া হয়ে দাঁড়াতেও পারছে না সে। যেহেতু শিয়ালটি খুব অসুস্থ, তাই গোটা গ্রামের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে এখন পশুটি। যেন আদরের গৃহপালিত পশু। কেউ কেউ আবার তাকে কোলেও তুলে নিচ্ছে। জানা গিয়েছে, বনদপ্তর শিয়ালটিকে গরুমারায় নিয়ে যাবে। সেখানেই চলবে তার চিকিৎসা। তারঘেরা বনদপ্তরের রেঞ্জার দুলাল ঘোষ বলেন, শিয়ালটি অসুস্থ। তার চিকিৎসা হবে লাটাগুড়িতে।

Advertisement

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ