Advertisement
Advertisement

Breaking News

Ganesh Chaturthi

গণপতি বাপ্পার থেকে ট্রফি নিচ্ছেন রোহিত! গণেশ চতুর্থীতে বিশ্বকাপ জয়ের রেশ, ভিডিও ভাইরাল

বিশ্বকাপ জয়ের অপেক্ষার অবসান এবং গণেশ চতুর্থীর উৎসব, মিলে গেল মুম্বইয়ের রাস্তায়।

Viral video of Rohit Sharma and T20 World Cup become part of Ganesh Chaturthi festivities
Published by: Arpan Das
  • Posted:September 7, 2024 6:44 pm
  • Updated:September 7, 2024 6:44 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত বিশ্বকাপ জিতেছে মাস দুয়েকের বেশি হয়ে গিয়েছে। যদিও সেলিব্রেশন এখনও চলছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পরই মুম্বইয়ের রাস্তায় রাজকীয় সংবর্ধনায় ভেসেছিল টিম ইন্ডিয়া। আবার ভারতের জার্সি পরে রাস্তায় নামলেন রোহিত শর্মা। হাতে রইল বিশ্বকাপ ট্রফিও। না, সশরীরে রোহিত নন, বরং রইল তাঁর কাট আউট। তাতেই তিনি সঙ্গী হলেন ‘গণপতি বাপ্পা’র।

গণেশ চতুর্থী উপলক্ষ্যে সাজো-সাজো রব দেশজুড়ে। সারা দেশেই মহাসমারোহে হচ্ছে গণেশ পুজো। বিশেষ করে মুম্বইয়ে সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি, সকলেই অংশ নেন গণেশ উৎসবে। হরেক রকমের থিমে সেজে ওঠে সারা শহর। সেখানে এবার ভারতীয় দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের ছোঁয়াও।

Advertisement

[আরও পড়ুন: শচীনপুত্র অর্জুনের ভবিষ্যৎ কি হিরের মতো উজ্জ্বল? কয়লার উদাহরণ টেনে উত্তর যুবরাজের বাবার]

দীর্ঘ ১৩ বছর অপেক্ষার পর বিশ্বকাপ এসেছে দেশে। রোহিত শর্মার হাতে উঠেছে ট্রফি। গণেশ চতুর্থীতেও ধরা রইল সেই আইকনিক মুহূর্ত। সম্প্রতি ভাইরাল হয়েছে একটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছে গণেশ মূর্তির পাশে রয়েছে রোহিত শর্মার কাট আউট। যেন গণপতি বাপ্পা স্বয়ং ট্রফি তুলে দিচ্ছেন রোহিতের হাতে। যে গাড়িতে করে গণপতি বাপ্পার আগমন হচ্ছে, সেটা সাজানো হয়েছে ভারতের বিশ্বকাপ জয়ের বিভিন্ন মুহূর্ত দিয়ে। সেলিব্রেশনে মেতেছেন বিরাট-জাদেজারা।

[আরও পড়ুন: হার টেস্টে, চাকরি যেতে পারে ওয়ানডে ক্যাপ্টেন বাবরের! পাকিস্তানের ক্রিকেটে নাটক অব্যাহত]

সেই ভিডিও শেয়ার করে অনেকে লিখছেন, “বাপ্পা, রোহিত শর্মাকে ২০২৭-র বিশ্বকাপও জিতিয়ে দিন। তাঁর পাশে থাকুন এবং আশীর্বাদ করুন।” কেউ-বা লিখছেন, “বাপ্পা ঘরে আসছেন।” এখানেই শেষ নয়। ভাইরাল হয়েছে আরও একটি ভিডিও। সেখানে দেখা যায়, গণেশ মূর্তির নিচে বালি দিয়ে তৈরি হচ্ছে রোহিত ও বিরাটের ছবি। বিশ্বকাপ জয়ের পর টি-২০ ট্রফি নিয়ে সিদ্ধিবিনায়ক মন্দিরে গিয়েছিলেন রোহিত শর্মা ও জয় শাহ। সব মিলিয়ে গণেশ চতুর্থীর উৎসবের সঙ্গে মিশে গিয়েছে ভারতের বিশ্বকাপের সাফল্য।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement