Advertisement
Advertisement
YouTuber

মাটির নিচে ‘জীবন্ত কবর’! ৭ দিন পর কফিন ফুঁড়ে উঠলেন ইউটিউবার!

কীভাবে সম্ভব?

YouTuber Spends 7 Days Being Buried Alive | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:November 21, 2023 5:09 pm
  • Updated:November 21, 2023 5:16 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি আমেরিকার (America) বাসিন্দা। জনপ্রিয় ইউটিউবার (You tuber)। চমকে দেওয়া ভিডিও ব্লগ থেকে কোটি কোটি টাকা আয় করে থাকেন। তবে এবারের ভিডিওটি ছিল সবকিছুকে ছাপিয়ে যাওয়া। ইউটিউবার জিমি ডোনাল্ডসন ওরফে ‘মিস্টার বিস্ট’ এবার মাটির তলায় কফিনবন্দি হয়ে ৭ দিন কাটালেন। প্রশ্ন হল, তার পরেও জীবিত থাকলেন কীভাবে?

আসলে ঝুঁকিবহুল স্টান্টের আগে যাবতীয় প্রস্তুতি নিয়েছিলেন মিস্টার বিস্ট। যদিও তাঁর কফিনের উপরে ২০ হাজার পাউন্ড মাটি ঢালা হয়েছিল, তথাপি কফিনের ভিতরটি শীতাতপ নিয়ন্ত্রিত। এছাড়াও কফিনের ভিতর শুকনো ও পানীয় নিয়ে গিয়েছিলেন। যাতে করে এই স্টান্ট কোনও বিপর্যয় ডেকে না আনে সেই ব্যবস্থা করা হয়েছিল। মিস্টার বিস্টের সঙ্গে ছিল একটি ওয়াকিটকিও। সেটির মাধ্যমে তাঁর সঙ্গে ৭ দিন ধরে যোগাযোগ রাখছিল উদ্ধারকারীরা। এছাড়াও কফিনে লাগানো ছিল ক্যামেরা ও রেকর্ডার।

Advertisement

Advertisement

 

[আরও পড়ুন: ইউক্রেন যুদ্ধের আবহেও ভারত-রাশিয়ার বাণিজ্যে ব্যাপক বৃদ্ধি, উচ্ছ্বসিত রুশ রাষ্ট্রদূত]

ভাইরাল ভিডিওটিতে দেখা গিয়েছে, নির্বিঘ্নে কফিনে সাতদিন কাটিয়েছেন বিস্ট। কোনও রকম অসুবিধার মুখে পড়তে হয়নি তাঁকে। ফলে বিরাট খুশি ইউটিউবে তাঁর ২১২ মিলিয়ান ভক্তকুলও। বিপজ্জনক স্টান্টের কারণে সোশাল মিডিয়ায় মিস্টার বিস্টের জনপ্রিয়তা আরও বেড়েছে বলেই জানা গিয়েছে। তবে এহেন স্টান্ট দেখাতে গিয়ে মানসিক যন্ত্রণার মুখে পড়েছেন বলে জানিয়েছেন বিস্ট। পাশাপাশি কেউ যাতে একাজ না করেন সেই বিষয়েও সতর্ক করেছেন।

 

[আরও পড়ুন: টানা চার ম্যাচে জয়, আই লিগে মহামেডান যেন অশ্বমেধের ঘোড়া]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ