Advertisement
Advertisement

Breaking News

WB Panchayat Poll 2023

WB Panchayat Poll 2023: সভায় অসুস্থ হয়ে বৃদ্ধের মৃত্যু, শুভেন্দুর ‘দায়িত্বজ্ঞানহীনতা’ নিয়ে টুইটে তোপ কুণালের

গাইঘাটায় শুভেন্দুর সভায় অসুস্থ হয়ে প্রাণ হারান এক বৃদ্ধ।

WB Panchayat Poll 2023: Kunal Ghosh slams Suvendu Adhikari for death of old man at his meeting yesterday | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:July 2, 2023 2:24 pm
  • Updated:July 2, 2023 2:42 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পঞ্চায়েত ভোটের (Panchayat Election) আগে বিজেপির নির্বাচনী সভায় অসুস্থ হয়ে কর্মীর মৃত্যুর ঘটনায় এখনও তপ্ত মতুয়া অধ্যুষিত গাইঘাটা। বিরোধী দলনেতার সভায় অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে হারাধন বিশ্বাস নামে বছর আটষট্টির এক বৃদ্ধের। আর এনিয়ে বিরোধী দলনেতার ‘দায়িত্বজ্ঞানহীনতা’ এবং ‘অপরাধমূলক মানসিকতা’ নিয়ে টুইটে তোপ দাগলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। এর সঙ্গে তিনি তুলনায় করেছেন গত বছরের ডিসেম্বরে আসানসোলে কম্বল বিতরণী অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে ৮ জনের মৃত্যুর ঘটনার। সেখানে কম্বল বিতরণ করছিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। স্বভাবতই তৃণমূলের  তিরে বিদ্ধ হন তিনিও।

টুইটে (Tweet) কুণাল ঘোষের অভিযোগ, এই ঘটনা একেবারেই শুভেন্দু অধিকারীর উদাসীনতা, দায়িত্বজ্ঞানহীনতার পরিচয়। তিনি আগেই জানতেন যে প্রবল গরম আর তৃষ্ণায় ওই বৃদ্ধ মানুষটি অসুস্থ বোধ করছেন এবং সভার ভিড় থেকে বেরিয়ে গিয়েছেন। তা সত্ত্বেও কোনও ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেননি। এরপর অসুস্থ অবস্থাতেই তাঁকে হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয়েছে। 

Advertisement

 

Advertisement

[আরও পড়ুন: ‘ইমরানকে প্রধানমন্ত্রী হতে সাহায্য করা ভুল ছিল’, আক্ষেপ প্রাক্তন পাক অধিনায়কের]

শনিবার গাইঘাটার ওই সভায় এমন দুর্ঘটনার পর বিজেপি কর্মী, সমর্থকরা বিরোধী দলনেতাকে হাসপাতালে যাওয়ার দাবি তোলেন। কিন্তু শুভেন্দু অধিকারী তাতে কর্ণপাত করেননি বলে অভিযোগ। তিনি হাসপাতালে কিংবা মৃত কর্মীর বাড়িতে না গিয়ে সোজা সভাস্থল ছেড়ে বেরিয়ে যান। তাতেই ক্ষোভ ছড়িয়ে পড়ে বিজেপি কর্মীদের মধ্যে৷ কেন বিরোধী দলনেতা একবার আসতে পারলেন না হাসপাতালে? এই প্রশ্ন করতে থাকেন তাঁরা। মৃতের পরিবারও শুভেন্দু অধিকারীর এই ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। কীভাবে মৃত্যু হল হারাধন বিশ্বাসের, তা নিয়ে যথাযথ তদন্ত দাবি করেছেন তাঁরা। যদিও মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে যান বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি বিশ্বজিৎ দাস। তিনি পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

[আরও পড়ুন: ফের বন্দুকবাজের হানা আমেরিকায়, মৃত অন্তত চার, আহত ২৯]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ