Advertisement
Advertisement
Personal Finance

গড়ে তুলুন বড় তহবিল, পাশে আছে নিপ্পন ইন্ডিয়া

পাওয়ার অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ফান্ড নিয়ে জানাচ্ছে নিপ্পন ইন্ডিয়া।

Key sectors for prospective investors | Sangbad Pratidin
Published by: Monishankar Choudhury
  • Posted:October 2, 2023 4:41 pm
  • Updated:October 2, 2023 4:41 pm

পাওয়ার অ‌্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ফান্ড নিয়ে জানাচ্ছে নিপ্পন ইন্ডিয়া। সংস্থার দাবি, আগামিদিনে পরিকাঠামোর উন্নয়নে লগ্নির বহর বাড়বে। উপকার হবে ছোট-বড় নানা ইন্ডাস্ট্রির। তথ‌্য সংকলনে টিম সঞ্চয়

 

Advertisement

বাজারে নতুন না হলেও, নতুন উদ‌্যমে ইনভেস্টরদের মনের কাছাকাছি পৌঁছতে চাইছেন নিপ্পন মিউচুয়াল ফান্ড কর্তৃপক্ষ তাঁদের পাওয়ার অ‌্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ফান্ড নিয়ে। সংস্থার মতে, আধুনিক ইনভেস্টররা এই শ্রেণির ফান্ডে নিয়ম মেনে লগ্নি করে বড়সড় তহবিল তৈরি করতে পারবেন, বিশেষত যেখানে একাধিক ‘ম‌্যাক্রো ফ‌্যাক্টর’ এমন ফান্ডকে সহায়তা করছে। যে সমস্ত সেক্টরে লগ্নি করা হচ্ছে, সেগুলির তালিকা ছোট নয়। কয়েকটির কথা এখানে না বললেই নয়।

Advertisement

#এনার্জি
#ট্রান্সপোর্টেশন
#লজিস্টিক্স
#কমিউনিকেশন
#পরিকাঠামোর সঙ্গে জড়িত ব‌্যবসা সমূহ
নিপ্পন মিউচুয়াল ফান্ডের মতে, আগামিদিনে প্রচুর বিনিয়োগ করা হবে পরিকাঠামোর উন্নতিসাধনের জন‌্য। ইতিমধ্যেই সরকারিভাবে একাধিক গুচ্ছ পরিকল্পনা নেওয়া হয়েছে এই উদ্দেশ্যে। ‘গতি শক্তি’-র উপকরণ দেওয়া হচ্ছে এই প্রসঙ্গে। এই প্রোজেক্টের ভিত্তিতে ট্রান্সপোর্টেশন ইন্ডাস্ট্রিতে নতুনভাবে প্রাণ সঞ্চারের পরিকল্পনা নেওয়া হয়েছে সরকারি নীতির মাধ‌্যমে। একইভাবে ক‌্যাপিটাল এক্সপেন্ডিচার সুনিশ্চিত করতে প্রাইভেট সেক্টরের সহায়তা নেওয়া হয়েছে।

[আরও পড়ুন: লগ্নিতেই লক্ষ্মীলাভ, জেনে নিন বিনিয়োগের গোল্ডেন রুলস]

সব মিলিয়ে একাধিক ছোট-বড় ইন্ডাস্ট্রির উপকার হবে বলে সংস্থা জানিয়েছে। এগুলির মধে‌্য আছে মেটালস, সিমেন্ট, অটোমোবাইল, অয়েল এবং গ‌্যাস। কেমিক‌্যালসের কথাও আলাদাভাবে বলা হচ্ছে। আমদানি কমিয়ে নিজস্ব দেশীয় ইন্ডাস্ট্রির ব‌্যবহারের উপর জোর দেওয়া হচ্ছে বলে জানা য়াচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট ফান্ডটি বহুমুখী কৌশল মেনে চলছে, এমনই বলছেন ফান্ড ম‌্যানেজার। লার্জ, মিড এবং স্মল ব‌্যাঙ্ক স্টকে লগ্নি করেন তিনি। এই প্রসঙ্গে কয়েকটি জরুরি তথ‌্য :

#ওপেন-এন্ড ফান্ড-অর্থাৎ ন‌্যাভের ভিত্তিতে লগ্নি করা যাবে (অথবা ইউনিট রিডিম করাও যাবে) কোনও লক-ইন ছাড়াই।
#ফান্ড ম‌্যানেজার নির্দিষ্ট কিছু লং টার্ম ট্রেন্ড মেনে চলতে চাইছেন। এনার্জি ট্রান্সমিশন যেমন একটি বিশেষ ট্রেন্ড হিসাবে চিহ্নিত করা হয়েছে। অটোমেশন এবং ডিজিটাইজেশনও একইভাবে জরুরি হিসাবে গণ‌্য করা হয়েছে।

[আরও পড়ুন: তাগড়া রিটার্ন চাই? কোন স্টক বেছে নেবেন?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ