BREAKING NEWS

১৭ জ্যৈষ্ঠ  ১৪৩০  বৃহস্পতিবার ১ জুন ২০২৩ 

READ IN APP

Advertisement

ঋণ দিয়ে লগ্নি? বিকল্প আয়ের দিশা দেখাচ্ছে P2P লেন্ডিং, জানুন খুঁটিনাটি

Published by: Subhajit Mandal |    Posted: February 21, 2023 4:25 pm|    Updated: February 21, 2023 4:25 pm

P2P lending shows way to invest in loan scheme | Sangbad Pratidin

P2P। সম্পূর্ণ নাম পিয়ার টু পিয়ার লেন্ডিং। এর বিশেষত্বই হল অন্যদের লোন দেওয়া। আদপে এটি একটি লেন্ডিং প্ল্যাটফর্ম। P2P সংস্থাগুলি মনে করে, বিকল্প আয়ের দিশা যাঁরা খুঁজছেন। তাঁরা এটি বেছে নিতে পারেন। বিশ্লেষণে টিম সঞ্চয়

‘পিয়ার টু পিয়ার লেন্ডিং’ (P2P) এই মুহূর্তে লগ্নিকারীদের ভাল রিটার্ন পাওয়ার আশা দিচ্ছে। বিগত কয়েক বছরে P2P নিয়ে কৌতূহল থাকলেও ইদানীং বিনিয়োগের এই পদ্ধতির ব‌্যাপারে আগ্রহ অনেকটাই বেড়েছে বলে খবরে প্রকাশ। P2P কী? কেন বিনিয়োগকারীরা এই প্রক্রিয়ার প্রতি আদৌ আকৃষ্ট হবেন? এইসব প্রশ্নের উত্তর রইল এবারের প্রতিবেদনে।

[আরও পড়ুন: এই ম্যাচটি খেলেই আইপিএলকে বিদায় জানাতে চলেছেন CSK অধিনায়ক ধোনি!]

সংক্ষেপে, P2P হল একটি লেন্ডিং প্ল‌্যাটফর্ম। একক ব‌্যক্তি (বা ব‌্যবসাদার) এর মাধ‌্যমে লোন দিতে পারেন অন‌্যদের। প্রধানত অনলাইনেই এই প্রক্রিয়া সম্পন্ন করা যায়। কয়েকটি শর্ত পূরণ হলে, যে কোনও ইনভেস্টর (বা ইনস্টিটিউশন) এই প্ল‌্যাটফর্ম লেন্ডার হিসাবে ব‌্যবহার করতে পারেন।

[আরও পড়ুন: এবার বেসরকারি কর্মীদেরও বেশি পেনশনের সুযোগ! নয়া সিদ্ধান্ত EPFO’র]

কাদের জন‌্য P2P আদর্শ লোন দেওয়ার পন্থা হতে পারে?
P2P সংস্থাগুলির মতে যাঁরাই বিকল্প উপার্জনের রাস্তা খুঁজছেন, তাঁরাই এই পদ্ধতি ব‌্যবহার করতে পারেন। যে বরোয়ারগণ ‘শর্ট টার্ম’ লোন খুঁজছেন, মূলত তাঁদের উদ্দেশ‌্য পূরণের জন‌্যই এই মার্কেটে লেনদেন চলছে। বলা বাহুল্য, ‘ক্রেডিট ভেরিফিকেশন’ এই পদ্ধতির মূল মন্ত্র। অর্থাৎ সমগ্র পদ্ধতির মধ্যে অবশ‌্যই আছে বিভিন্ন ধরনের ‘ফ্রড চেক’, ‘ক্রেডিট ব্যুরো চেক’, ‘ইনকাম ডকুমেন্ট চেক’ ইত‌্যাদি। প্রতিটি বরোয়ারের জন‌্য এই প্রক্রিয়াগুলি চালানো হয় বলে P2P সংস্থাগুলির কর্তৃপক্ষ জানান। লোন অ‌্যাপ্লিক‌্যান্টদের নির্ভরযোগ‌্যতা কেমন, তা জানাই উদ্দেশ‌্য। তাঁদের মতে, রিজার্ভ ব্যাংকের (Reserve Bank) নিয়মনীতির সঙ্গে মিলিয়ে এই বিনিয়োগ করা সম্ভব। ব্যাংকিং নিয়ন্ত্রক স্পষ্টভাবে জানাচ্ছেন, সমস্ত ট্র‌্যানজাকশন সম্পন্ন হয় ‘Escrow Account’ ব‌্যবহার করে, তাই সম্ভাব‌্য জালিয়াতির হাত থেকে বাঁচানো যায় গ্রাহকদের। ‘Escrow Account’-এর নিয়ম অনুযায়ী, এটিকে এক সাময়িক ‘পাস-থ্রু’ অ‌্যাকাউন্ট হিসাবে গণ‌্য করা হয়। সঙ্গের ছবিতে বোঝা যাবে।

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে