Advertisement
Advertisement
Personal Finance

কোন কোন সেভিংস প্রকল্প আছে পোস্ট অফিসের আওতায়? জেনে নিন খুঁটিনাটি

এর মধ্যে কয়েকটি প্রকল্প বেশ জনপ্রিয়।

Personal Finance: there are many savings schemes under post office

প্রতীকী ছবি

Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:March 20, 2024 9:12 pm
  • Updated:March 20, 2024 9:13 pm

ইন্ডিয়া পোস্ট যে নিশ্চয়তা এবং সুরক্ষার প্রতীক তা আর বিনিয়োগকারীকে বলে দিতে হবে না। বেশ কিছু স্মল সেভিংস প্রকল্প আছে পোস্ট অফিসের আওতায়। সেগুলো যথেষ্ট জনপ্রিয়ও বটে। ‘টিম সঞ্চয়’ পাঠকদের জন‌্য বেছে নিচ্ছে দুটি বড় মাপের প্রকল্প। সংক্ষেপে বৈশিষ্ট‌্যগুলো তুলে ধরা হল এই লেখায়। আমাদের বাছাই– 

১. সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম (এসসিএসএস)
২. সুকন‌্যা সমৃদ্ধি অ‌্যাকাউন্ট (এসএসএ)

Advertisement

সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম :

Advertisement
  • পয়লা জানুয়ারি থেকে সুদের হার ৮.২% বার্ষিক।
  • বছরে চার বার সুদ পাওয়া যাবে, প্রতি কোয়ার্টারের শুরুতে।
  • ষাট বছর হয়েছে এমন যে কেউ সাধারণত চালু করতে পারেন।
  • নূন্যতম ডিপোজিট : এক হাজার টাকা।      
  • সর্বোচ্চ : ৩০ লক্ষ টাকা।
  • আয়কর আইনের সেকশন ৮০সি’র সুবিধা পাবেন, অর্থাৎ ট‌্যাক্স বাঁচানোর জন্য ভালো প্রকল্প।
  • সাধারণভাবে পাঁচ বছরের পর ম‌্যাচুরিটি।           

[আরও পড়ুন: সুরক্ষিত থাকুক সন্তানের ভবিষ্যৎ, বেছে নিন প্রয়োজনীয় বিমা]

সুকন‌্যা সমৃদ্ধি অ‌্যাকাউন্ট :

  • সুদের হার : বছরে ৮.২% বার্ষিক।
  • নূন্যতম লগ্নি : ২৫০ টাকা দিয়ে চালু করতে পারবেন।
  • সর্বোচ্চ লগ্নি : যে কোনও আর্থিক বর্ষে দেড় লক্ষ টাকা পর্যন্ত বাঁচানো যেতে পারে। 
  • কন‌্যা সন্তানের (১০ বছরের কম বয়স) অভিভাবক এই অ‌্যাকাউন্ট খুলতে পারেন। এক জনের কেবল একটিমাত্র অ‌্যাকাউন্টই হতে পারে। খোলার পর সেকশন ৮০সি’র অন্তর্গত ট‌্যাক্স বাঁচানোর সুবিধা পাবেন। 
  • প্রতি বছরের শেষে ইন্টারেস্ট অ‌্যাকাউন্টে ক্রেডিট করা হবে। এই সুদের উপর ট‌্যাক্স দিতে হবে না।
  • বিশেষভাবে উইথড্রয়ালের শর্তগুলো জেনে নিতে বলা হচ্ছে। কন‌্যা সন্তান যদি ১৮ বছর বয়সি হয়ে যায় অথবা ক্লাস টেন পাস করে যায়, তাহলে অ‌্যাকাউন্ট থেকে উইথড্রয়াল করা যেতে পারে।

[আরও পড়ুন: অনলাইন জালিয়াতদের থেকে সাবধান! বিনিয়োগের আগে সতর্ক হন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ