Advertisement
Advertisement

পুজোয় স্বপ্নের মায়াজাল বুনবে কেষ্টপুরের মাস্টারদা স্মৃতি সংঘ

শিল্পী প্রশান্ত পালের সৃজনে গড়ে উঠছে মণ্ডপ। দেখুন অ্যালবাম।

থিম পুজোর শহরে অন্য হেভিওয়েট পুজোকে টক্কর দিতে কোমর বাঁধছে কেষ্টপুরের মাস্টারদা স্মৃতি সংঘ।

এবার তাদের থিম 'স্বপ্নের মায়াজাল'।

শিল্পী প্রশান্ত পালের সৃজনে গড়ে উঠছে মণ্ডপ। মৎস্যজীবীরা দেবীর আবাহন করছেন। স্বপ্নের মায়াজাল বুনে দুর্গার আরাধনায় ব্রতী হয়েছেন জেলেরা।

প্রতিমা গড়ছেন শিল্পী প্রশান্ত পাল নিজেই। মণ্ডপসজ্জায় ব্যবহৃত হয়েছে মৎস্যজীবীদের জীবন-জীবিকার উপকরণ।

এবার পুজোয় স্বপ্নের মায়াজাল বোনা দেখতে ঢুঁ মারতেই হবে কেষ্টপুরের মাস্টারদা স্মৃতি সংঘের মণ্ডপে।