Advertisement
Advertisement

Breaking News

100 children walk

দোলের আগেই রঙিন মিছিল, অ্যাডিনোভাইরাসের সচেতনতায় কলকাতায় ১০০ শিশুর পদযাত্রা

বিধান শিশু উদ্যানে আয়োজিত অনুষ্ঠান।

দোলের আগেই রঙিন মিছিলেন সাক্ষী কলকাতা। কিন্তু কেন এমন মিছিল? এ আসলে সচেতনতার বার্তা।

অ্যাডিনোভাইরাসের আক্রমণে শিশু মৃত্যু বাড়ছে। সেই কারণেই রঙিন মিছিলের মাধ্যমে মানুষকে সচেতন করার প্রয়াস।

বিধান শিশু উদ্যানে আয়োজিত অনুষ্ঠান। মাস্ক পরে পদযাত্রা প্রায় শ'খনেক শিশুর। পদযাত্রার পর নৃত্য পরিবেশন করে শিশুরা।

মিছিলে শিশুদের হাতে ছিল প্ল্যাকার্ড। তাতে লেখা, 'খেলবো হোলি মাস্ক দেবো না তা কখনও হয়।'

হলুদ শাড়ি, লাল ওড়না পরে পদযাত্রায় শামিল হয় শিশুরা। গোটা অনুষ্ঠানের আয়োজনে ছিলেন চিকিৎসকরা।

দোলের আনন্দে অ্যাডিনোভাইরাসের মতো সমস্যা ভুলে গেলে চলবে না। সাবধান থাকতে হবে। এই বার্তা চিকিৎসকদের।